খুনিদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিতের আশ্বাস পেয়েছি: ভিসি
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী আবরার ফাহাদের খুনীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হবে বলে সরকারের ওপরের মহল থেকে আশ্বস্ত করা হয়েছে বলে জানিয়েছেন উপাচার্য অধ্যাপক সাইফুল ইসলাম।
তিনি বলেন, খুনীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হবে। সরকারের সর্বোচ্চ মহলে আমরা যোগাযোগ করেছি। প্রধানমন্ত্রী নিজেই জানিয়েছেন সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হবে।
শুক্রবার (১১ অক্টোবর) বিকেল সাড়ে ৫টায় বুয়েটের অডিটোরিয়ামে উপাচার্য অধ্যাপক সাইফুল ইসলামের সঙ্গে আন্দোলনরত শিক্ষার্থীদের সভা শুরু হয়। সভায় আবরার হত্যাকাণ্ডের ঘটনায় বিক্ষুব্ধ শিক্ষার্থীদের সঙ্গে বৈঠকে এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
উপাচার্য বলেন, ঘটনার সিসিটিভি ফুটেজ তারা সংগ্রহ করেছে, সেখানে যে তথ্য পাবে সে অনুযায়ী শাস্তি নিশ্চিত করা হবে। আমরা সেটি আশ্বস্ত হয়েছি। আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকেও সেটি নিশ্চিতে সর্বোচ্চ সচেষ্ট থাকবো।
তিনি আরও বলেন, বিচার প্রক্রিয়ার জন্য আবরারের পরিবারকে সকল খরচ দেওয়া হবে। আমরা এ দাবির সঙ্গে একমত। প্রক্রিয়া অনুযায়ী সেই খরচ দেয়ার ব্যবস্থা নেবে বিশ্ববিদ্যালয় প্রশাসন।