উচ্চশিক্ষায় গুণগত মান নিশ্চিত করা প্রয়োজন: বেরোবি উপাচার্য
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) উপাচার্য প্রফেসর ড. মোঃ শওকাত আলী বলেছেন, উচ্চশিক্ষায় গুণগত মান নিশ্চিত করা প্রয়োজন। শুধু ডিগ্রি অর্জন নয় বরং অর্জিত জ্ঞানকে কাজে লাগিয়ে কর্মমূখী হয়ে দেশের উন্নয়ন করতে পারে সেই বিষয়ে শিক্ষকদেরকে গুরুত্ব দিতে হবে। ভীতি নয় বরং ছাত্র-শিক্ষকের মাঝে পারস্পারিক শ্রদ্ধাবোধ ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তুলতে হবে।
বৃহস্পতিবার (২১ নভেম্বর) সকালে একাডেমিক ভবন-২ এর ভার্চুয়াল ক্লাসরুমে ইন্সটিটিউশনাল কোয়ালিটি অ্যাসিউরেন্স সেল (আইকিউএসি) আয়োজিত ‘প্রফেশনাল ইন্টিগ্রিটি ফর ইউনিভার্সিটি টিচার্স’ শীর্ষক কর্মশালার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
উপাচার্য আরো বলেন, বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে শিক্ষা ব্যবস্থা যুগোপযোগী করতে এ ধরনের কর্মশালা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। ভবিষ্যতে পর্যায়ক্রমে সকলকে এসব কর্মশালায় অন্তর্ভূক্ত করা হবে।
বিশ্ববিদ্যালয়ের আইকিউএসি পরিচালক প্রফেসর ড. মোঃ তাজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালার দ্বিতীয় দিনে প্রধান আলোচক ছিলেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির আইকিউএসি পরিচালক প্রফেসর ড. এ. কে. এম ফজলুল হক। আইকিউএসি-এর অতিরিক্ত পরিচালক ড. মোঃ আব্দুল লতিফের সঞ্চালনায় কর্মশালায় বিভিন্ন বিভাগের শিক্ষকবৃন্দ অংশগ্রহণ করেন।