রাবির সোহরাওয়ার্দী হলকে রাজনীতিমুক্ত ঘোষণা
কোটা আন্দোলনে শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) সোহরাওয়ার্দী হলে ছাত্ররাজনীতি নিষিদ্ধ করা হয়েছে।
বুধবার (১৭ জুলাই) বিক্ষুব্ধ শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে এ সিদ্ধান্ত নেয় হল প্রশাসন। এদিকে গত মঙ্গলবার (১৬ জুলাই) আন্দোলনকারীদের তাড়া খেয়ে ক্যাম্পাসে ফেরেনি ছাত্রলীগ।
শিক্ষার্থীরা দাবি, সোহরাওয়ার্দী হলে ছাত্রলীগ কক্ষসহ সব ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ করতে হবে। হলে রাজনৈতিকভাবে কেউ আক্রান্ত হলে সকল দায়ভার প্রশাসনকে নিতে হবে।
এ ব্যাপারে প্রাধ্যক্ষ অধ্যাপক জাহাঙ্গীর হোসেন বলেন, বিগত সময়ে হল রাজনৈতিক নৈরাজ্য দেখা গেছে। এতে শিক্ষার্থীরা বিভিন্নভাবে ক্ষতির শিকার হয়েছে। বিভিন্ন কারণে এসব সমস্যার কার্যকরী পদক্ষেপ নেয়া সম্ভব হয়নি। ফলে শিক্ষার্থীদের আবেদনের প্রেক্ষিতে এ সিদ্ধান্ত হয়েছে। এটা বলবত থাকবে।
এর আগে, গতকাল বিক্ষোভ মিছিলের মধ্যে আন্দোলনকারীদের একটি অংশ হলগুলোতে ছাত্রলীগের কক্ষে তল্লাশি চালিয়ে পিস্তলসহ বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার করেন। বিক্ষুব্ধ শিক্ষার্থীরা নেতাদের কক্ষ ভাঙচুর ও জিনিসপত্রে অগ্নি সংযোগ করেন। আন্দোলন ত্যাগের পূর্বে বিশ্ববিদ্যালয় প্রশাসনের নিকট অস্ত্র জমা দেন তারা। একই সঙ্গে ক্যাম্পাসে সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িতদের শাস্তি এবং হলগুলোতে ছাত্র রাজনীতি নিষিদ্ধের দাবি জানান তারা।