আদিবাসী শিক্ষার্থীদের ওপর হামলা: ঢাবির সাংবাদিকতা বিভাগের বিক্ষোভ

  • ঢাবি করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ঢাবির সাংবাদিকতা বিভাগের বিক্ষোভ/ছবি: সংগৃহীত

ঢাবির সাংবাদিকতা বিভাগের বিক্ষোভ/ছবি: সংগৃহীত

গণ যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ৩ জন শিক্ষার্থীসহ আদিবাসী শিক্ষার্থী জনতার ও সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করে গণ যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) দুপুর আড়াইটার দিকে রাজু ভাস্কর্যে এই বিক্ষোভ সমাবেশ করে তারা।

বিজ্ঞাপন

হামলায় অন্যান্যদের সাথে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ১৪তম ব্যাচের রুপাইয়্যা শ্রেষ্ঠা, ১৫তম ব্যাচের রাহী নায়েব ও ববি বিশ্বাস আহত হন।

গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক ড মো খোরশেদ আলম বলেন, বৈষম্যহীন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে আমরা লড়াই করে স্বৈরাচার সরকারকে দেশত্যাগ করতে বাধ্য করেছি। আজ আবার আমরা বৈষম্যের শিকার হয়ে এখানে দাঁড়াতে হয়েছে। আমরা প্রয়োজনে আবার আন্দোলন করব, তবুও বহুত্ববাদী একটি রাষ্ট্র গঠন করে ছাড়ব।

বিজ্ঞাপন

সমাবেশে অধ্যাপক রোবায়েত ফেরদৌস বলেন, পাঠ্যবই থেকে আদিবাসীদের স্বীকৃতি ছিঁড়ে ফেলা হয়েছে। এমনকি তাদের সহ্য করাও হচ্ছে না। বাংলাদেশের ৬১টি জেলায় সিভিল শাসন, কিন্তু তিন পার্বত্য জেলায় নির্জলা সেনা শাসন; এটা কোনোদিন আমরা বরদাস্ত করতে পারি না।

অধ্যাপক ড মো আব্দুর রাজ্জাক খান বলেন, কালকে যেটা করা হয়েছে সেটা কোন সভ্য সমাজ করতে পারে না। জুলাই অভ্যুত্থানের পর আমরা ইনক্লুসিভ সমাজের স্বপ্ন দেখেছি। কিন্তু আমাদের সেই স্বপ্ন গতকাল ভেঙে চুরমার হয়ে গেছে।

শিক্ষার্থী রাফিজ খান বলেন , জুলাইয়ের গণ আন্দোলনের গণ যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের কেমন ভূমিকা পালন করেছে তা সবাই জানে। গতকাল আমরা দেখেছি তাদের সংগঠনের নাম স্টুডেন্ট ফর সেভারেন্টি থাকলেও তাদের অধিকাংশই শিক্ষার্থী না। প্রশাসন মাত্র দুজনকে আটক করেছে। দুইজন মিলে হামলা হয় নাই । এখনো কোন অগ্ৰগতি দেখি না। । যদি তাদের বিচার নাহয় তাহলে ধরে নিবে সরকার‌ই তাদের সাথে যুক্ত আছে।

আহত শিক্ষার্থী রাহী নায়েব বলেন , আমরা রাজু ভাস্কর্যের থেকে এনসিটিবি ভবনের দিকে যায় । তখন আমাদের স্টুডেন্ট ফর সেভারেন্টি নামক উগ্ৰ সংগঠন আমাদের উপর হামলা করে। আমরা অনুমান করেছিলাম তারা হামলা করতে পারে কিন্তু পুলিশ তাদের সুযোগ করে দিবে তা অনুমান করি নাই।

তিনি আরো বলেন, যারা হামলা করছে তাদের ছবি স্পষ্ট। কিন্তু এখনো কোনো অগ্ৰগতি দেখি না। যদি তারা দ্রুত পদক্ষেপ না নেয়া তাহলে দেশের শাসনে কারা বসে আসে এটা স্পষ্ট হয়ে যাবে।