হল ছাড়ছেন শাবি শিক্ষার্থীরা
কোটা সংস্কার আন্দোলনের বর্তমান পরিস্থিতিতে শিক্ষার্থীদের নিরাপত্তার বিষয়টি বিবেচনায় শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) শিক্ষা কার্যক্রম বন্ধ ও হল ত্যাগ করার নির্দেশনা দিয়েছে কর্তৃপক্ষ।
নির্দেশনার পর থেকেই শিক্ষার্থীদের তাদের ব্যাগপত্র নিয়ে ক্যাম্পাস থেকে বের হতে দেখা যায়।
বুধবার (১৭ জুলাই) রেজিস্ট্রার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘সিন্ডিকেটের ১৭/০৭/২০২৪ তারিখে অনুষ্ঠিত জরুরি সভায় শিক্ষার্থীদের নিরাপত্তার বিষয়টি বিবেচনায় পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম বন্ধ থাকবে এবং বিকেল ৩ টার মধ্যে সব শিক্ষার্থীদের হল ত্যাগের নির্দেশ দেওয়া হলো। অফিস কার্যক্রম যথারীতি খোলা থাকবে।’
উল্লেখ্য, এছাড়া মঙ্গলবার রাত থেকেই অতর্কিত হামলার আশঙ্কায় হল ত্যাগ করতে দেখা যায় অনেক শিক্ষার্থীকে। তাদের অনেকেই নিরাপত্তার জন্য বিভিন্ন মেসে রাতে অবস্থান করেন বলে জানা যায়।
এর আগে, কোটা সংস্কার আন্দোলনের মধ্যে মাধ্যমিক স্কুল, কলেজ এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের পর দেশের পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয় এবং মেডিকেল কলেজ বন্ধ ঘোষণা করে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশ (ইউজিসি)।