বাকৃবি শিক্ষার্থীদের গণপদযাত্রা ও স্মারকলিপি প্রদান
কোটা সংস্কারের দাবিতে গণপদযাত্রার আয়োজন করেছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) সাধারণ শিক্ষার্থীরা।
রোববার (১৪ জুলাই) বেলা সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চ থেকে ওই পদযাত্রা শুরু হয়। এতে যুক্ত হন বিশ্ববিদ্যালয়ের কয়েকশ' শিক্ষার্থী।
শিক্ষার্থীরা বাকৃবির ছাত্র-ছাত্রীদের ১৩টি আবাসিক হলসহ কে. আর মার্কেট ও বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করেন।
আন্দোলনরত শিক্ষার্থীরা বলেন, আমাদের সারা বাংলার ছাত্রছাত্রীবৃন্দদের যৌক্তিক কোটা সংস্কার আন্দোলনের এক দফা এক দাবিকে অনেকেই ভিন্নখাতে নেওয়ার চেষ্টা করতেছে। তারই পরিপ্রেক্ষিতে আজকে সারাদেশের সকল বিশ্ বিদ্যালয় ও কলেজে গণপদযাত্রা কর্মসূচি পালন করা হয়েছে। এছাড়া ঢাকায় মহামান্য রাষ্ট্রপতি বরাবর ও অন্যন্য জেলায় জেলা প্রশাসক বরাবর স্নারকলিপি প্রধান করা আজকের কর্মসূচির অংশ।
তারা আরও বলেন, সরকারের কাছে আমাদের যৌক্তিক দাবিটি পৌঁছে দিতে চাই। এইজন্যই আজকের এ শান্তিপূর্ণ কর্মসূচি। আমরা আশা করব সরকার খুব দ্রুত আমাদের এ যৌক্তিক দাবি মেনে নিবে।
গণপদযাত্রা শেষ হবার পর দুপুর ৩টার সময় আন্দোলনরত শিক্ষার্থীদের একটি প্রতিনিধি দল ময়মনসিংহের জেলা প্রশাসকের কার্যালয়ে যান এবং আন্দোলনরত শিক্ষার্থীদের স্বাক্ষরসহ একটি স্মারক লিপি মহামান্য রাষ্ট্রপতি বরাবর প্রেরণের জন্য ময়মনসিংহ জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরীর নিকট জমা দেন।