কোটা ইস্যুর সমাধানে ৩ দফা দাবিতে রাবি ছাত্রলীগের অবস্থান
কোটা ইস্যুর যৌক্তিক, অন্তর্ভুক্তিমূলক ও ইতিবাচক সমাধানসহ তিন দফা দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শাখা ছাত্রলীগ।
বৃহস্পতিবার (১১ জুলাই) বিকেল ৪টায় বিশ্ববিদ্যালয়ের শহীদ ড. শামসুজ্জোহা চত্বরে এই বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেন তারা। তাদের অন্য দুইটি দাবি হলো- শিক্ষা প্রতিষ্ঠানের একাডেমিক পরিবেশ অব্যাহত রাখা এবং জনদুর্ভোগ তৈরি না করে ক্লাস-পরীক্ষায় ফিরে আসা।
সমাবেশে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল শাখা ছাত্রলীগের সহ-সভাপতি ইমরান আহমেদ আকাশ বলেন, কোটাকে কেন্দ্র করে সাধারণ শিক্ষার্থীরা যে যৌক্তিক আন্দোলনরত আছে সে আন্দোলনের সঙ্গে রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ এবং বাংলাদেশ ছাত্রলীগ সহমত পোষণ করেছে। বর্তমানে হাইকোর্ট যে সিদ্ধান্ত দিয়েছে, পরবর্তীতে সেই সিদ্ধান্ত যৌক্তিকভাবে আসবে বলে আমরা বিশ্বাস করি।
রাবি শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আসাদুল্লা-হিল-গালিব বলেন, আমরা এখানে উপস্থিত হয়েছি কোটা আন্দোলন নিয়ে যুগোপযোগী, যৌক্তিক ও টেকসই একটি সমাধানের লক্ষ্যে। কোনো এটেনশন শিকারের পাল্লায় পড়ে তোমরা জনদুর্ভোগ সৃষ্টি করবেনা। আমরা মূর্খতার পরিচয় দিব না। আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকে যৌক্তিক আন্দোলনে থাকব।
শাখা ছাত্রলীগের সভাপতি মোস্তাফিজুর রহমান বাবু বলেন, কোটা আন্দোলনের কারণে সাধারণ শিক্ষার্থীদের যদি কোনো পড়াশোনার ব্যাঘাত ঘটে, বিশ্ববিদ্যালয়ের পরিবেশকে নষ্ট করার চেষ্টা করে, আমরা তার সঠিক জবাব দিব। আপনারা আদালতের প্রতি শ্রদ্ধাশীল হোন এবং শেখ হাসিনার প্রতি বিশ্বাস রাখুন। সাধারণ শিক্ষার্থীদের জান, মাল ও পরিবেশ রক্ষা করতে আমরা রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ বদ্ধপরিকর। রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ সবসময় সাধারণ শিক্ষার্থীদের পক্ষে।
সমাবেশে শাখা ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের অর্ধশতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।