নোয়াখালীতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে হামলা, গুলিবিদ্ধ ৪

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: বার্তা২৪.কম

ছবি: বার্তা২৪.কম

নোয়াখালীর সদর উপজেলায় পূর্ব শক্রতার জের ধরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ধাওয়া পাল্টা ধাওয়া ও গুলি বিনিময়ের ঘটনা ঘটেছে।

শনিবার (৪ এপ্রিল) রাত ৯টার দিকে উপজেলার পূর্ব চরমটুয়া ইউনিয়নের ৯নং ওয়ার্ডের চর কাউনিয়া গ্রামের মিয়ার বাজার সংলগ্ন জাকের বলির বাড়িতে এ ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

এ ঘটনায় এক পক্ষের একই পরিবারের ৪ জন গুলিবিদ্ধ হয়েছেন। পরে খবর পেয়ে তাৎক্ষণিকভাবে সুধারাম থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন।

গুলিবিদ্ধরা হচ্ছেন, কালা মিয়ার ছেলে আবু জাকের, আবু জাকেরের ছেলে জহির উদ্দিন, আবুল কাসেমের ছেলে আবদুল মান্নান, আবুল কাসেমের মেয়ে নাজমা আক্তার।

ভুক্তভোগীদের দাবি, স্থানীয় মোকারম, আবু ছায়েদ, পেয়ার আহমদের নেতৃত্বে এ হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় তারা মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন বলেও জানান।

সুধারাম থানার পরিদর্শক (তদন্ত) টমাস বড়ুয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে ঘটনাস্থল থেকে জানান, দুই পক্ষের মধ্যে দীর্ঘদিন থেকে পূর্ব শক্রতা রয়েছে। যার জের ধরে এ ঘটনা ঘটেছে। আগেও দুই পক্ষের মধ্যে বহু হামলা-মামলার ঘটনা ঘটেছে।

বর্তমানে গুলিবিদ্ধরা নোয়াখালী জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। পুলিশ বিষয়টি খতিয়ে দেখছেন এবং পরবর্তীতে এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান।