পটুয়াখালীতে ক্রেতার উপস্থিতি কম, সবজির দাম কমছে

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, নাটোর
  • |
  • Font increase
  • Font Decrease

সবজির দাম কমেছে, ছবি: সংগৃহীত

সবজির দাম কমেছে, ছবি: সংগৃহীত

করোনাভাইরাসের কারণে মানুষের স্বাভাবিক জীবন ব্যবস্থা স্থবির হয়ে পড়ায় প্রথমদিকে শাক-সবজিসহ অন্যান্য নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম বেড়ে গেলেও বর্তমানে শাক সবজির দাম কিছুটা হলেও কমতে শুরু করেছে। এর পাশাপাশি শহরের বাজারগুলোতে ক্রেতাদের উপস্থিতিও আগের থেকে অনেক কম বলে জানান বিক্রেতারা।

শনিবার (৪ এপ্রিল) সকালে পটুয়াখালী শহরের নিউমার্কেটে দেখা যায় সবজির সরবরাহ পর্যাপ্ত থাকায় দাম কিছুটা কমেছে। গত সপ্তাহের থেকে প্রতিটি সবজিতে ১০ থেকে ২০ টাকা পর্যন্ত দাম কমেছে বলে জানান বিক্রেতারা।

বর্তমানে প্রতি কেজি বাঁধাকপি ২০টাকা, বেগুন ৪০টাকা, ফুলকপি ৩০ টাকা, ঢেঁড়স ৪০ টাকা, করোল্লা ৪০ টাকা, পটল ৪০টাকা, মুলা ২০ টাকা, ঝিঙ্গা ৫০ টাকা, শসা ২০ টাকা, বড় শসা ৪০ টাকা, গাজর ৩০ টাকা, জালি কুমড়া ২০ টাকা, টমেটো ৩০ টাকা এবং কুমড়া ২০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

পটুয়াখালী সদর উপজেলার নির্বাহী অফিসার (ইউএনও) লতিফা জান্নাতী বলেন, 'বাজারে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম স্থিতিশীল রাখতে বাজারগুলোতে কঠোর মনিটরিং অব্যাহত রয়েছে। কোন পণ্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি করে কেউ বিক্রি করলে তাকে আইনের আওতায় এনে শাস্তি নিশ্চিত করা হচ্ছে।'