টিসিবির অতিরিক্ত তেল মজুদ করায় ব্যবসায়ীকে কারাদণ্ড

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট,বার্তা২৪.কম, হবিগঞ্জ
  • |
  • Font increase
  • Font Decrease

ভ্রাম্যমাণ আদালতের জরিমানা, ছবি: সংগৃহীত

ভ্রাম্যমাণ আদালতের জরিমানা, ছবি: সংগৃহীত

হবিগঞ্জের বাহুবলে অসদুপায় অবলম্বন করে হত দরিদ্রদের জন্য আসা ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি)-এর অতিরিক্ত তেল মজুদ করায় এক ব্যবসায়ীকে ১৫ দিনের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (৩১ মার্চ) বিকেলে বাহুবল উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) স্নিগ্ধা তালুকতার এ দণ্ডাদেশ প্রদান করেন।

তিনি জানান- হত দরিদ্রদের জন্য আসা ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি)-এর তেল একজন ব্যক্তি সর্বোচ্চ ৫ লিটার পর্যন্ত কিনতে পারবেন। কিন্তু বিভিন্ন লোককে দিয়ে বাহুবল সদরের ব্যবসায়ী শাহ জাহান মিয়া ৭৫ লিটার তেল মজুদ করেন। গোপন সূত্রে খবর পেয়ে সেখানে অভিযান চালান উপজেলা নির্বাহী কর্মকর্তা স্নিগ্ধা তালুকদার। এ সময় ঘটনার সত্যতা পাওয়ায় ওই ব্যবসায়ীকে ১৫ দিনের কারাদণ্ড প্রদান করা হয়।