পটুয়াখালী শহরে জীবাণুনাশক স্প্রে করছে পৌরসভা

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, পটুয়াখালী
  • |
  • Font increase
  • Font Decrease

পটুয়াখালী শহরের জীবানুনাশক স্প্রে করছে পৌরসভা, ছবি: বার্তা২৪.কম

পটুয়াখালী শহরের জীবানুনাশক স্প্রে করছে পৌরসভা, ছবি: বার্তা২৪.কম

পটুয়াখালী শহরের বিভিন্ন এলাকায় পৌরসভার পক্ষ থেকে জীবাণুনাশক স্প্রে (ছিটিয়ে দিচ্ছে) করা হচ্ছে।

বৃহস্পতিবার (২৬ মার্চ) সকালে থেকে পৌর মেয়র মহিউদ্দিন আহম্মেদের নেতৃত্বে শতাধিক পরিচ্ছন্নতা কর্মীরা এ কর্মসূচি শুরু করেন।

বিজ্ঞাপন

বিশেষ করে শহরের জনবহুল এলাকাগুলোতে যেখানে মানুষের হাতের স্পর্শ বেশি হয় এমন সব স্থানে জীবানুনাশক স্প্রে করা হচ্ছে।

আগামী ২১ দিন পৌরসভার পক্ষ থেকে মসজিদ, বাজারসহ জনসমাগম হচ্ছে এমন এলাকাগুলোতে স্প্রে করা হবে বলে জানান পৗর মেয়র|

মেয়র মহিউদ্দিন আহম্মেদ বলেন, এখন আমাদের একটাই করণীয়, সেটা হচ্ছে বাড়িতে অবস্থান করা। এর পরও নিত্য প্রয়োজনীয় জিনিস কিনতে কিংবা জরুরি প্রয়োজনে কেউ বাইরে বের হলে একটু সতর্কতার সঙ্গে চলাফেরা করতে হবে। বাইরে বের হলে অবশ্যই মাস্ক ব্যবহার করবেন এবং বাসায় ফিরে ভালো করে সাবান দিয়ে দুই হাত ধুয়ে ফেলবেন। এখনো পটুয়াখালী জেলায় কেউ করোনায় আক্রান্ত হননি। আমরা সবাই সচেতন থাকলে আশা করছি, আল্লাহর রহমতে আমরা নিরপদে থাকতে পারব।