রান্না করতে গিয়ে আগুনে পুড়ে নারীর মৃত্যু

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, নেত্রকোনা
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: প্রতীকী

ছবি: প্রতীকী

নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় পরিবারের লোকজনের জন্য রান্না করতে গিয়ে আগুনে পুড়ে এক নারীর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (১০ মার্চ) রাতে উপজেলার কান্দিউড়া ইউনিয়নের দীঘলকুর্শা গ্রামে এ ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

নিহত ওই নারীর নাম হেনা আক্তার (৩৫)। তিনি ওই গ্রামের হেলিম মিয়ার স্ত্রী।

জানা গেছে, হেনা আক্তার একজন মৃগী রোগী। মঙ্গলবার (১০ মার্চ) সন্ধ্যায় পরিবারের লোকজনের জন্য রান্না করছিলেন তিনি। এ সময় বাড়িতে পরিবারের অন্য কেউ ছিল না। রান্না করার সময় হঠাৎ মৃগী রোগ দেখা দেয় হেনার। এ সময় রান্নার চুলার আগুনের উপরে পড়ে যান তিনি। এতে তার শরীরের বেশির ভাগ অংশ পুড়ে যায়।

পরে প্রতিবেশীরা তাকে উদ্ধার করে প্রথমে কেন্দুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। কিন্তু তার অবস্থা আশঙ্কাজনক দেখে রাতেই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। রাতেই সেখানে মারা যান তিনি।

বুধবার (১১ মার্চ) সকালে কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রাশেদুজ্জামান এসব তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।