জয়পুরহাটে লোকালয়ে মেছো বাঘ

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, জয়পুরহাট
  • |
  • Font increase
  • Font Decrease

মেছো বাঘটি হঠাৎ লোকালয়ে ঢুকে পড়ে/ছবি: বার্তা২৪.কম

মেছো বাঘটি হঠাৎ লোকালয়ে ঢুকে পড়ে/ছবি: বার্তা২৪.কম

জয়পুরহাট সদর উপজেলার চকবরকত ইউনিয়নের কমলপুর হাজিপাড়া সীমান্ত এলাকায় হঠাৎ করে একটি মেছো বাঘ ঢুকে পড়েছে। মেছো বাঘটিকে দেখতে এলাকায় উৎসুক জনতা ভিড় করছে।

বৃহস্পতিবার (৫ মার্চ) সকালে হাজিপাড়া গ্রামের একটি বাঁশঝাড়ে বাঘটিকে দেখতে পায় গ্রামবাসীরা।

বিজ্ঞাপন
বাঘটিকে উদ্ধারে ব্যর্থ হয় রাজশাহী বন বিভাগ

খবর পেয়ে বন বিভাগ, পুলিশ ও বিজিবি সদস্যরা সেখানে যান। এলাকাবাসীসহ তারা বাঘটিকে উদ্ধারে ব্যর্থ হলে রাজশাহী বন বিভাগে খবর দেওয়া হয়।

প্রতক্ষ্যদর্শীরা জানায়, বৃহস্পতিবার সকালে হাজিপাড়া গ্রামের কৃষক শফিকুল ইসলাম একটি বাঁশ ঝাড়ে বাঁশ কাটতে যায়। এসময় তিনি বাঘটিকে দেখে চিৎকার করে স্থানীয়দের খবর দেন। স্থানীয়রা বাঘের কাছে আসলে বাঘটি বাঁশ ঝাড়ের একটি বাঁশের উপর উঠে যায়। বাঘটিকে দেখতে হাজার হাজার জনতা ভিড় করেছে।

চকবরকত পুলিশ ফাঁড়ির পরিদর্শক মিলাদুন্নবী জানান, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বাঘটিকে উদ্ধারের জন্য রাজশাহী বন বিভাগে খবর দেওয়া হয়েছে, তারা এসে বাঘটিকে উদ্ধার করবে।