এসএসসির ভুয়া প্রশ্ন ফাঁস চক্রের সদস্য আটক

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, জয়পুরহাট
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি প্রতীকী

ছবি প্রতীকী

জয়পুরহাটে এসএসসি পরীক্ষার ভুয়া প্রশ্ন ফাঁসকারী চক্রের এক সক্রিয় সদস্যকে আটক করেছে র‌্যাব।

বুধবার (৫ ফেব্রুয়ারি) রাতে জেলার পাঁচবিবি উপজেলার পাঁচমাথা এলাকায় অভিযান চালিয়ে মোস্তাফিজুর রহমান হাসান নামে ওই যুবককে আটক করা হয় ।

বিজ্ঞাপন

আটক মোস্তাফিজুর রহমান হাসান পাঁচবিবি উপজেলার দমদমা গ্রামের আব্দুল মান্নানের ছেলে।

জয়পুরহাট র‌্যাব-৫ ক্যাম্পের কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার এম এম মোহাইমেনুর রশিদ জানান, ভুয়া প্রশ্ন ফাঁসকারী চক্রের সক্রিয় সদস্য মোস্তাফিজুর রহমান হাসান মোবাইল প্রযুক্তি ব্যবহারে অত্যন্ত দক্ষ। তিনি অসত্য তথ্য দিয়ে মোস্তাফিজুর রহমান এবং মিষ্টি আক্তার নামে দুইটি ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট খোলেন। এই ফেসবুক আইডি এবং মেসেঞ্জারের মাধ্যমে এসএসসি পরীক্ষাসহ বিভিন্ন পাবলিক পরীক্ষার প্রশ্নপত্র টাকার বিনিময়ে দেয়ার কথা বলে বেশ কয়েকটি গ্রুপে প্রচারণা চালান।

তিনি আরও জানান, ফেসবুকের মাধ্যমে চলমান এসএসসি পরীক্ষার ভুয়া প্রশ্নপত্র সরবরাহ করে দেয়ার আশ্বাস দিয়ে অনেকের কাছ থেকে বিকাশ অ্যাকাউন্টের মাধ্যমে টাকা হাতিয়ে নেন মোস্তাফিজুর রহমান হাসান।