শুদ্ধি অভিযানে কাউকেই ছাড় দেবেন না প্রধানমন্ত্রী

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, ভোলা
  • |
  • Font increase
  • Font Decrease

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। ছবি: সংগৃহীত

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। ছবি: সংগৃহীত

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার ঘর থেকে শুদ্ধি অভিযান শুরু করেছেন। শুধু ঘর থেকেই নয়, আত্মীয়দের ধরেছেন। শুদ্ধি অভিযানে কাউকেই ছাড় দেবেন না তিনি। সময় মতোই দেখা যাবে কে কে শাস্তির আওতায় আসবেন।’

বুধবার (৩০ অক্টোবর) দুপুরে ভোলার চরফ্যাশনে স্থানীয় আওয়ামী লীগ আয়োজিত এক সুধী সমাবেশের আগে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

বিজ্ঞাপন

ওবায়দুল কাদের আরও বলেন, ‘চাঁদাবাজ, টেন্ডারবাজ, দুর্নীতিবাজ আর ক্যাসিনোর সঙ্গে জড়িত সকলেই আইনের আওতায় আসবে। লক্ষ্য অর্জন না হওয়া পর্যন্ত সরকারের অভিযান অব্যাহত থাকবে।’

এ সময় তার সঙ্গে স্থানীয় সংসদ সদস্য আব্দুল্লাহ আল ইসলাম জ্যাকবসহ দলের অন্য নেতারা উপস্থিত ছিলেন।