তৃতীয় জানাজা

বায়তুল মোকাররমে এরশাদের মরদেহ

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

তৃতীয় জানাজার জন্য বায়তুল মোকাররমে এরশাদের মরদেহ, ছবি: বার্তাটোয়েন্টিফোর.কম

তৃতীয় জানাজার জন্য বায়তুল মোকাররমে এরশাদের মরদেহ, ছবি: বার্তাটোয়েন্টিফোর.কম

তৃতীয় জানাজার জন্য সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের মরদেহ জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে আনা হয়েছে।

সোমবার (১৫ জুলাই) বিকেল ৪টা ৫০ মিনিটে তার মরদেহবাহী অ্যাম্বুলেন্স বায়তুল মোকাররম মসজিদের ১ নং গেটে এসে থামে। নেতা-কর্মীদের ভিড়ে অ্যাম্বুলেন্সের গতি ছিল খুব সীমিত। বাদ আসর এখানেই তার তৃতীয় নামাজে জানাজা অনুষ্ঠিত হবে।

বিজ্ঞাপন

সাবেক রাষ্ট্রপতি এরশাদের জানাজায় অংশ নিতে জাতীয় মসজিদ প্রাঙ্গণে বিকেল থেকেই মুসল্লিদের ঢল নেমেছে।

এর আগে সকালে জাতীয় সংসদের টানেলের নিচে দ্বিতীয় জানাজা সম্পন্ন হয়।

সেখানে এরশাদের জানাজায় অংশ নেন- রাষ্ট্রপতি আবদুল হামিদ, ডেপুটি স্পিকার মো. ফজলে রাব্বী মিয়া, ব্যারিস্টার মওদুদ আহমদ, তোফায়েল আহমেদ, কাজী ফিরোজ রশীদ, আনিসুল ইসলাম মাহমুদ, আব্দুস সোবহান গোলাপ, মাহবুব উল আলম হানিফ, ড. হাছান মাহমুদ, এ বি এম রুহুল আমিন হাওলাদার, শামসুল হক টুকু, এ বি তাজুল ইসলাম, কর্নেল অব ফারুক খান, সৈয়দ আবু হাসান বাবলা, মোস্তাফিজুর রহমান ফিজার, বিএনপি দলীয় সংসদ সদস্য জিএম সিরাজ, শেখ ফজলুল করিম সেলিম, এ বি এম ফজলে করিম চৌধুরী, সাবের হোসেন চৌধুরী, ফজলে নূর তাপস, মশিউর রহমান রাঙ্গাসহ অন্যান্য সংসদ সদস্যরা।

বায়তুল মোকাররমে এরশাদের মরদেহ

এরপর দুপুর ১২টায় হুসেইন মুহম্মদ এরশাদের মরদেহ রাজধানীর কাকরাইলে জাতীয় পার্টির (জাপা) কেন্দ্রীয় কার্যালয়ে নেওয়া হয়। সেখানে সোয়া চার ঘন্টা ধরে দলীয় নেতাকর্মীসহ সাধারণ মানুষ সাবেক রাষ্ট্রপতির প্রতি শেষ শ্রদ্ধা নিবেদন করেন। শ্রদ্ধা নিবেদন করতে এসে কেউ নীরবে কেউবা সরবে চোখের পানি ফেলেছেন। অনেককে দেখা গেছে নীরবে চোখ মুছে এক পলক দর্শন করতে। সারিবদ্ধ মানুষের লাইন ৬৬ পাইওনিয়ার রোডের রাজস্ব ভবনের গেটে গিয়ে ঠেকেছিল।

তৃতীয় জানাজা শেষে রাতে রাখা হবে সম্মিলিত সামরিক হাসপাতালের (সিএমএইচ) মরচুয়ারিতে।

মঙ্গলবার (১৬ জুন) সকালে এরশাদের মরদেহ নেওয়া হবে তার পৈতৃক বসতি রংপুরে। বাদ জোহর সেখানে জানাজা শেষে মরদেহ ঢাকায় এনে বাদ আসর সামরিক করবস্থানে তাকে দাফন করার কথা রয়েছে। তবে দলটির রংপুরের নেতাকর্মীরা চান তাদের নেতার দাফন সেখানেই হোক।

আরও পড়ুন: পার্টি অফিস থেকে এরশাদের চির বিদায়

আরও পড়ুন: রংপুরের পল্লী নিবাসে এরশাদের কবর খোঁড়া হচ্ছে