কাকরাইলে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে এরশাদের মরদেহ

  • স্পেশাল করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

এরশাদের মরদেহের সামনে নেতাকর্মীদের ভিড়, ছবি: সুমন শেখ

এরশাদের মরদেহের সামনে নেতাকর্মীদের ভিড়, ছবি: সুমন শেখ

জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় দ্বিতীয় নামাজে জানাজার পর সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের মরদেহ কাকরাইলে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে নেওয়া হয়েছে।

https://img.imageboss.me/width/700/quality:100/https://img.barta24.com/uploads/news/2019/Jul/15/1563174393732.jpg
এরশাদকে এক নজর দেখতে নেতাকর্মীদের ভিড়, ছবি: সুমন শেখ

 

বিজ্ঞাপন

সোমবার (১৫ জুলাই) সকাল ১০টায় জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় নামাজে জানাজার পর বেলা ১২টার দিকে মরদেহ জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে নেওয়া হয়। এখানে তার প্রতি শ্রদ্ধা জানাতে দেশের বিভিন্ন এলাকা ছুটে এসেছেন দলের নেতাকর্মীরা।

https://img.imageboss.me/width/700/quality:100/https://img.barta24.com/uploads/news/2019/Jul/15/1563174470237.jpg
এরশাদের লাশবাহী অ্যাম্বুলেন্স, ছবি: সুমন শেখ



এখানে রয়েছেন জাতীয় পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জি এম কাদের, মহাসচিব মসিউর রহমান রাঙ্গা, সাবেক মহাসচিব এ বি এম রুহুল আমিন হাওলাদার, প্রেসিডিয়ামের সদস্য সৈয়দ আবু হোসেন বাবলা, সাঈদুর রহমান টেপা, আলমগীর শিকদার লোটন, সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকা, ভাইস চেয়ারম্যান জহিরুল আলম রুবেল, দফতর সম্পাদক সুলতান মাহমুদসহ অনেকে।

জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য নজরুল ইসলাম এসেছেন পিরোজপুর থেকে।

https://img.imageboss.me/width/700/quality:100/https://img.barta24.com/uploads/news/2019/Jul/15/1563174510182.jpg
কান্নায় ভেঙে পড়েছেন এরশাদের আত্মীয় স্বজনরা, ছবি: সুমন শেখ

 

জামালপুরের ইসলামপুর উপজেলার যুগ্ম আহ্বায়ক মনতাজুর রহমান আকবর বলেন, ‘গত বৃহস্পতিবার স্যারকে দেখতে গিয়েছিলাম সিএমএইচে। স্যার চলে যাবেন, জানতাম। কিন্তু মন তো মানছে না।’

https://img.imageboss.me/width/700/quality:100/https://img.barta24.com/uploads/news/2019/Jul/15/1563174581575.jpg
উপস্থিত নেতাকর্মীদের ভিড়, ছবি: সুমন শেখ

 

নেতাকর্মীরা সারিবদ্ধভাবে দাঁড়িয়ে ফুল দিয়ে শ্রদ্ধা জানাচ্ছেন দলের চেয়ারম্যানের প্রতি।