সিএমএইচ মরচুয়ারিতে নেওয়া হচ্ছে এরশাদের মরদেহ

  • স্পেশাল করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম
  • |
  • Font increase
  • Font Decrease

এরশাদের মরদেহ সিএমএইচ মরচুয়ারিতে নেওয়া হচ্ছে, ছবি: সুমন শেখ

এরশাদের মরদেহ সিএমএইচ মরচুয়ারিতে নেওয়া হচ্ছে, ছবি: সুমন শেখ

সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের প্রথম নামাজে জানাজা শেষে মরদেহ সামরিক সম্মিলিত হাসপাতালের (সিএমএইচ) মরচুয়ারিতে নেওয়া হচ্ছে। রোববার (১৪ জুলাই) সেখানে তার মরদেহ রাখা হেবে।

সোমবার (১৫ জুলাই) সকাল ১০টায় নেওয়া হবে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়। সেখানে তার দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হবে।

বিজ্ঞাপন

এর আগে রোববার বাদ জোহর ঢাকা সেনানিবাস কেন্দ্রীয় মসজিদে তার প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হয়।

রোববার সকাল পৌনে ৮ টায় ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় হুসেইন মুহম্মদ এরশাদ মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৯ বছর।