এরশাদ এখনো শঙ্কার মধ্যেই আছেন

  • স্পেশাল করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম
  • |
  • Font increase
  • Font Decrease

সংবাদ সম্মেলনে বক্তব্য দেন জাপার ভারপ্রাপ্ত চেয়ারম্যান জিএম কাদের, ছবি: বার্তা২৪

সংবাদ সম্মেলনে বক্তব্য দেন জাপার ভারপ্রাপ্ত চেয়ারম্যান জিএম কাদের, ছবি: বার্তা২৪

সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদ এখনো শঙ্কার মধ্যেই আছেন বলে জানিয়েছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জিএম কাদের।

রোববার (৭ জুলাই) দুপুরে জাপার বনানী কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।

বিজ্ঞাপন

জিএম কাদের বলেন, ‘আজ (রোববার) বেলা ১১টায় হুসেইন মুহম্মদ এরশাদকে সিএমএইচে দেখে এসেছি। উনি তখন ঘুমাচ্ছিলেন, তবে খারাপ লেগেছে ওনার মুখের ভেতরে কতগুলো পাইপ দেখে।’

তিনি আরও বলেন, ‘মনে হচ্ছিল অনেকদিন পর উনি শান্তিতে ঘুমাচ্ছেন। ডাক্তার আমাকে বলেছে, উনি এখনো শঙ্কামুক্ত নন। তবে কিছু কিছু ক্ষেত্রে সামান্য উন্নতি হয়েছে।’

জাপার ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, ‘লাইফ সাপোর্ট বহাল রয়েছে। যতক্ষণ পর্যন্ত উনার স্বাভাবিক ক্রিয়ার উন্নতি হয়। সকালে যখন দেখেছি তখন ডায়ালাইসিস চলছিল হেমো ডায়াফিল্টারিং মেশিন দিয়ে।’

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন- মহাসচিব মসিউর রহমান রাঙ্গা, প্রেসিডিয়াম সদস্য সুনীল শুভরায়, এসএম ফয়সল চিশতী, মেজর (অব.) খালেদ আক্তার, রেজাউল ইসলাম ভুইয়া, আলমগীর শিকদার লোটন প্রমুখ।

এর আগে পার্টি অফিসে এরশাদের রোগমুক্তি কামনায় মিলাদ ও বিশেষ মোনাজাত করা হয়।