ছয় ব্যান্ড, এক মঞ্চ

  • স্টাফ করেসপন্ডেন্ট
  • |
  • Font increase
  • Font Decrease

মাইলস

মাইলস

এর আগে, ২০১৬ সালে, একবার স্থগিত হয়েছিলো ‘ক্লিন ঢাকা কনসার্ট’।

সে অনুষ্ঠানে আসার কথা ছিলো ভারতের জনপ্রিয় নায়িকা কারিনা কাপুর এবং বাংলাদেশের অনন্ত জলিলের।

সব প্রস্তুতি ছিলো, কিন্তু নিরাপত্তাজনিত কারণে অনুমতি মেলেনি ঢাকা মহানগর পুলিশের।

বিজ্ঞাপন

এবার আর সেরকম কিছু হচ্ছে না।

আগামী শনিবার অনুষ্ঠিত হবে ‘ক্লিন ঢাকা কনসার্ট’।

https://img.imageboss.me/width/700/quality:100/https://img.barta24.com/uploads/news/2018/Aug/29/1535555066834.jpg
নেমেসিস

শ্লোগান হচ্ছে- দায়িত্ববান নাগরিক হোন, ঢাকাকে পরিছন্ন রাখুন।

ভেন্যু, ‘বসুন্ধরা কনভেনশন সেন্টার ২’ মিলনায়তন।

এই আয়োজনের প্রধান সমন্বয়ক বৈশাখী টেলিভিশনের অনুষ্ঠান বিভাগের প্রধান আহসান কবির।

তিনি বললেন-

নাগরিক দায়িত্ব থেকেই এই আয়োজন করা হয়েছে। আশা করি, সবাই কনসার্টটি উপভোগ করবেন।

https://img.imageboss.me/width/700/quality:100/https://img.barta24.com/uploads/news/2018/Aug/29/1535555916380.jpg
তপু ও যাত্রী

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র মোহাম্মদ সাঈদ খোকন উদ্ধোধন করবেন অনুষ্ঠানটি।

‘ক্লিন ঢাকা করসার্ট’-এ গান করবে বন্ধুজনা, নেমেসিস, তপু ও যাত্রী, ডিফরেন্ট টাচ, ফিডব্যাক এবং মাইলস।

বিকেল ৩টা থেকে রাত ১০টা পর্যন্ত চলতে থাকা পুরো অনুষ্ঠানই সরাসরি সম্প্রচার করবে বৈশাখী টেলিভিশন।

অনুষ্ঠানে আরও থাকবেন মিরাক্কেলের আবু হেনা রনি এবং শাওন মজুমদার।

এবার অবশ্য আগের মতো অন্তর শোবিজ নয়, অনুষ্ঠানটির আয়োজক নাগরিক ঢাকা ফাউন্ডেশন এবং বৈশাখী টেলিভিশন।

https://img.imageboss.me/width/700/quality:100/https://img.barta24.com/uploads/news/2018/Aug/29/1535555737987.jpg
মাইলস

বৈশাখী টেলিভিশনের উপব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক টিপু আলম মিলন।

কনসার্ট প্রসঙ্গে তিনি বলছেন-

৪০০ বছর বয়সী ঢাকা শহর সবার। এই ঢাকাকে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা সবার দায়িত্ব। এই কনসার্ট উপলক্ষে আমরা একটি স্লোগান সামনে এনেছি—দায়িত্ববান নাগরিক হোন, ঢাকাকে পরিচ্ছন্ন রাখুন। আমরা বলবো, এই আয়োজনে সবাই অংশ নিন এবং সমাজসচেতনতায় এগিয়ে আসুন।

https://img.imageboss.me/width/700/quality:100/https://img.barta24.com/uploads/news/2018/Aug/29/1535555396060.jpg
ফিডব্যাক

নাঈম হোসেন, নাগরিক ঢাকা ফাউন্ডেশনের সভাপতি।

তিনি বলছেন-

ঢাকাকে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা এবং যোগ্য নাগরিক গড়ে তোলার স্বার্থেই দীর্ঘদিন ধরে কাজ করছে নাগরিক ঢাকা ফাউন্ডেশন। পরিচ্ছন্নতা কার্যক্রমের পাশাপাশি আমরা এবারই প্রথম বৈশাখী টেলিভিশনের সঙ্গে ক্লিন ঢাকা কনসার্ট আয়োজন করতে যাচ্ছি। ভবিষ্যতে নাগরিক ঢাকা ফাউন্ডেশন আরও নতুন নতুন কর্মকাণ্ড নিয়ে সামনে আসবে।

https://img.imageboss.me/width/700/quality:100/https://img.barta24.com/uploads/news/2018/Aug/29/1535555557065.jpg
ডিফরেন্ট টাচ

আরও পড়ুনঃ

‘দেবী শুধু একটি চলচ্চিত্র নয়, দেবী আমার কাছে সম্পদ’

বাধ্য হয়ে বড়দের ছবিতে!

সৌরভের তিন নায়িকা!

প্রচ্ছদে শ্রীলেখা, আলোচনা তুঙ্গে