৯১তম অস্কারে সম্পাদনায় সেরা ‘বোহেমিয়ান র্যাপসোডি’
বিনোদন
অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসের ৯১তম আসরে ফিল্ম এডিটিং বিভাগে সেরা হলো ‘বোহেমিয়ান র্যাপসোডি’। এই দায়িত্ব পালন করেছেন জন ওটম্যান।
এবারের আসরে একই বিভাগে আরও মনোনয়ন পেয়েছে ‘ব্ল্যাকক্ল্যান্সম্যান, ‘দ্য ফেভারিট’, ‘গ্রিন বুক’, ‘ভাইস’।
বিজ্ঞাপন
যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের ডলবি থিয়েটারের বাইরে থেকে ২৪ ফেব্রুয়ারি রাতে (বাংলাদেশ সময় ২৫ ফেব্রুয়ারি সকাল ৭টা) শুরু হয় ৯১তম অস্কারের জাঁকজমকপূর্ণ অনুষ্ঠান। তবে এবার কোনও সঞ্চালক নেই। এই আয়োজন সরাসরি দেখানো হচ্ছে স্টার মুভিজ ও স্টার মুভিজ এইচডি চ্যানেলে।
বলিউডের অন্যতম সফল অভিনেত্রীর ক্যারিয়ার ছেড়ে হুট করেই যুক্তরাষ্ট্রে পাড়ি দেন প্রিয়াঙ্কা চোপড়া। টিভি সিরিজ ‘কোয়ান্টিকো’ দিয়ে শুরুটা দারুণ হয়েছিলো হলিউডে। একাধিকবার পিপলস চয়েস অ্যাওয়ার্ড জিতেছিলেন। এরপর সাড়াজাগানো ‘বেওয়াচ’ সিনেমার রিমেকে ডোয়াইন জনসনের সঙ্গে পর্দা ভাগাভাগি করেন অভিনেত্রী।
গত বছর রুশো ভ্রাতৃদ্বয়ের আলোচিত সিরিজ ‘সিটাডেল’-এ গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেন। তবে মোটাদাগে প্রথম সারির হলিউড সিনেমার গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যায়নি ভারতীয় অভিনেত্রীকে। সম্প্রতি এক সাক্ষাৎকারে ভক্ত-অনুসারীদের এমন অভিযোগের উত্তর দিয়েছেন প্রিয়াঙ্কা।
গত কয়েক বছরে ‘এ কিড লাইক জেক’, ‘ইজন্ট ইট রোমান্টিক’, ‘উই ক্যান বি হিরোজ’-এর মতো সিনেমা করেছেন প্রিয়াঙ্কা। যেগুলো ব্যবসায়িক সাফল্য পায়নি, জোটেনি সমালোচকদের প্রশংসাও। এর মধ্যে কয়েকটি সিনেমা তো নিজেই ভুলে যেতে চাইবেন তিনি। তবে কেন একের পর এক এ ধরনের সিনেমা করেছেন?
‘বলিউডে আমাকে ক্রমশ কোণঠাসা করা হচ্ছিল। একটা সময়ের পরে আমাকে কোনো ছবিতে নেওয়া হচ্ছিল না। লোকজনদের সঙ্গে মতান্তর হচ্ছিল।’ বলেন প্রিয়াঙ্কা। এখানেই শেষ নয়, তিনি আরও বলেন, ‘এই খেলায় আমি পারদর্শী নই। ইন্ডাস্ট্রির অন্দরে এত রাজনীতি সামাল দিতে দিতে ক্লান্ত হয়ে পড়েছিলাম আমি। বলে দিয়েছিলাম, আমি বিরতি চাই।’
বলিউডের এত সাফল্য পেছনে ফেলে কেন তিনি হলিউডে পাড়ি দিলেন? তা-ও আবার ছোটখাটো চরিত্রে অভিনয়ের জন্য? প্রায়ই এই প্রশ্নের মুখোমুখি হন অভিনেত্রী।
এই প্রসঙ্গে তার জবাব, ‘যেকোনো ছোটখাটো চরিত্রে অভিনয়ে রাজি হয়েছিলাম আমি কারণ, ইংরেজি ভাষায় ছবি করার অভিজ্ঞতা সঞ্চয় করতে হতো আমাকে। যারা আমাকে বলিউডে অভিনয় করার সময় থেকে চেনেন, তারা প্রায়শই প্রশ্ন করেন—কেন আমি হলিউডে ছোট চরিত্রে ও বি-গ্রেড ছবিতে কাজ করেছি? তাঁদের কাছে এটাই আমার উত্তর।’
সামনে প্রিয়াঙ্কাকে দেখা যাবে বেশ কয়েকটি সিনেমায়। এ ছাড়াও তার নিজের প্রযোজনা সংস্থা থেকেও মুক্তি পাবে আরও কয়েক ছবি।
দীর্ঘ সফল ক্যারিয়ারে আঁখি আলমগীর নিয়মিত নতুন গান প্রকাশ করে যাচ্ছেন। সেই ধারাবাহিকতায় আবারও নতুন একটি গান আসছে আঁখির কণ্ঠে। গানের শিরোনাম ‘জানের জান’। গানটি লিখেছেন জামাল হোসেন। সুর ও সংগীত করেছেন পুনম মিত্র।
মিউজিক ভিডিও নির্মাণ করেছেন সৈকত রেজা। এতে মডেল হয়েছেন তরুণ চিত্রনায়ক শিশির সরদার ও অভিনেত্রী অলংকার চৌধুরী । দুজনই এর আগে কয়েকটি মিউজিক ভিডিওতে মডেল হয়েছেন। এবারই প্রথম আঁখি আলমগীরের গানে মডেল হলেন তারা।
গানটি প্রসঙ্গে আঁখি আলমগীর বলেন, ‘গানটা আমার ভালো লেগেছে। রোমান্টিক রিদমিক একটি গান। পুনম মিত্র চমৎকার সুর ও সংগীত করেছেন। মিউজিক ভিডিওতে ড্যান্স পার্টটা দারুণ হয়েছে। এ ক্ষেত্রে কোরিওগ্রাফারের প্রশংসা করতেই হয়। আর মডেল হিসেবে অলংকার ও শিশির সরদার খুবই ভালো করেছে। পুরো টিমের সঙ্গে এটা আমার প্রথম কাজ। আমার শ্রোতা-দর্শকদের ভালো লাগবে। আমি কাজটি নিয়ে আশাবাদী।’
অলংকার চৌধুরী বলেন, ‘ছোটবেলায় স্কুলে আমি আঁখি আপার গানে পারফর্ম করেছিলাম। এখন তারই গানের মডেল হব এটা কল্পনাও করিনি। এটা আমার জন্য সৌভাগ্যের। কাজটি ভালো হয়েছে। আমার বিশ্বাস, দর্শক-শ্রোতাদের ভালো লাগবে।’ মিউজিক ভিডিওটি শিগগিরই অডিও-ভিডিও প্রযোজনা প্রতিষ্ঠান ‘রঙ্গন মিউজিক’ ইউটিউব চ্যানেলে প্রকাশ পাবে।
দেশের সংগীতাঙ্গনে স্টেজ শোতে অপ্রতিদ্বন্দ্বী বলা হয় জনপ্রিয় গায়িকা আঁখি আলমগীরকে। আমজাদ হোসেন পরিচালিত ‘ভাত দে’ সিনেমাতে অভিনয়ের জন্য শিশুশিল্পী আর গায়িকা হিসেবে এম এ আলমগীর পরিচালিত ‘একটি সিনেমার গল্প’তে প্লেব্যাক করার জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন তিনি।
জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০২৩ প্রদানের লক্ষ্যে অন্তর্বর্তী সরকার গত ১৫ সেপ্টেম্বর প্রজ্ঞাপন জারি করে। যাতে অভিনেতা ইলিয়াস কাঞ্চন, গীতিকার ও সুরকার প্রিন্স মাহমুদ, অভিনেত্রী অপি করিম ও নির্মাতা জাহিদুর রহিম অঞ্জন, কণ্ঠশিল্পী নাজমুন মুনিরা ন্যানসিসহ জুরিবোর্ডের ১৩ সদস্যের একটি তালিকা পাওয়া যায়। জাতীয় চলচ্চিত্র পুরস্কারের এই জুরিবোর্ড গঠনের দেড় মাসের মাথায় আবারও পুনর্গঠন করে নতুনভাবে আবারও প্রজ্ঞাপন জারি করেছে তথ্য মন্ত্রণালয়। এবার ইলিয়াস কাঞ্চন, প্রিন্স মাহমুদ, অপি করিম ও জাহিদুর রহিম অঞ্জনের বদলে মিলল অন্যদের নাম।
তবে ইলিয়াস কাঞ্চন এই বোর্ডে কাজ করতে না পারার অপারগতা আগেই জানিয়েছিলেন। বাকিদের বাদ দেওয়া হয়েছে নাকি নিজেরাই অব্যাহতি নিয়েছেন, সেটা জানা যায়নি।
গত সোমবার তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের চলচ্চিত্র শাখার উপসচিব মো. সাইফুল ইসলাম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে জানানো হয় নতুন চার সদস্য অন্তর্ভুক্ত করার কথা। তারা হলেন অভিনেত্রী সুচরিতা, অভিনেতা নাঈম, সংগীত পরিচালক মকসুদ জামিল মিন্টু এবং নির্মাতা সাঈদুর রহমান সাঈদ।
এর বাইরে পদাধিকার অনুযায়ী জুরিবোর্ডের সভাপতি হিসেবে রয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (চলচ্চিত্র)। সদস্যসচিব হিসেবে আছেন বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড ঢাকার ভাইস চেয়ারম্যান, সদস্য হিসেবে আছেন বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ডের ভাইস চেয়ারম্যান, বাংলাদেশ ফিল্ম আর্কাইভের মহাপরিচালক এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অধিশাখা প্রধান, বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনের (বিএফডিসি) ব্যবস্থাপনা পরিচালক।
জুরিবোর্ডে আরও রয়েছেন চিত্রগ্রাহক বরকত হোসেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের টেলিভিশন, ফিল্ম ও ফটোগ্রাফি বিভাগের সভাপতি এস এম ইমরান হোসেন এবং সাংবাদিক ওয়াহিদ সুজন।
জুরিবোর্ডের কার্যপরিধি সম্পর্কে প্রজ্ঞাপনে বলা হয়েছে, ২০২৩ সালে মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্র পর্যবেক্ষণপূর্বক পুরস্কারের জন্য চলচ্চিত্র, শিল্পী ও কলাকুশলীদের নাম সুপারিশ করবে এই জুরিবোর্ড। আজীবন সম্মাননাসহ ২৮টি বিভাগে পুরস্কার দেওয়া হবে।
চিত্রনায়ক নাঈম বলেন, ‘রাষ্ট্র আমাকে যে গুরুত্বপূর্ণ দায়িত্ব দিয়েছে তা আমি যথাযথভাবেই পালন করার শতভাগ চেষ্টা করব। যেহেতু আমি সিনেমাতে শুধু অভিনয় করিনি, পাশাপাশি সিনেমা প্রযোজনা করেছি, গল্প নিয়ে পরিচালকের সঙ্গে, কাহিনিকারের সঙ্গে বসেছি, সিনেমা এডিটিংয়ের সময় এডিটরের সঙ্গে বসেছি, মিউজিকের কাজ করার সময় বসেছি, দেশের অনেক প্রখ্যাত চলচ্চিত্র পরিচালক, সিনেমাটোগ্রাফারের সঙ্গে কাজ করেছি। তাই অভিনয়ের বাইরে সিনেমার নানান দিক সম্পর্কে আমি মোটামুটি বেশ ভালো জানি বা বুঝি। তাই আমি আমার ওপর এই অর্পিত দায়িত্ব ঠিকঠাকেভাবে পালন করার চেষ্টা করব। কারণ আমি বিশ্বাস করি, যদি ভুল বিচার করি, পক্ষপাতিত্ব করি, তবে আমাকে এর জবাবদিহি করতে হবে কোনো একদিন। তাই আমি আমার কাজটা শতভাগ সততার সঙ্গেই করব ইনশাআল্লাহ।’
মেগাস্টার সালমান খানের ‘ম্যায়নে প্যায়ার কিয়া’, ‘হাম আপকে হ্যায় কৌন’সহ বলিউডের বহু সিনেমায়ে গান গাওয়া ভারতের লোকগানের বরেণ্য শিল্পী সারদা সিনহা মৃত্যু বরণ করেছেন। গতকাল (৫ নভেম্বর) রাতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তার মৃত্যুর খবর তার ছেলে অংশুমান সিনহা নিশ্চিত করেন।
গত ২৬ অক্টোবর থেকে হাসপাতালে ভর্তি ছিলেন ‘পদ্মভূষণ’জয়ী এই গায়িকা। দিল্লির এআইআইএমএস হাসপাতালে ভেন্টিলেটর সাপোর্টে রাখা হয়েছিল ৭২ বছর বয়সি এই শিল্পীকে। কিন্তু শেষ রক্ষা আর হলো না।
ছেলে অংশুমান সিনহা ইনস্টাগ্রামে লেখেন, ‘তোমার প্রার্থনা এবং ভালোবাসা আমাদের সঙ্গে সবসময় থাকবে মা। ছটি মাইয়া ওকে নিজের কাছে ডেকে নিলেন। এই নশ্বর পৃথিবীতে উনি আর নেই আমাদের সঙ্গে।’
২০১৭ সালে শারদা সিনহার মাল্টিপল মায়েলোমা ধরা পড়ে। এটি এক ধরনের ক্যানসার, যা বোন ম্যারোকে আক্রান্ত করে। গত সেপ্টেম্বরে শারদার স্বামী রাজনীতিবিদ ব্রজ কিশোর স্ট্রোকজনিত কারণে মারা যান। পুত্র ছাড়াও এ দম্পতির বন্দনা নামে একটি কন্যাসন্তানও রয়েছে।
তার মৃত্যুর খবর শুনে সোশ্যাল মিডিয়ায় শোক প্রকাশ করেছেন বলিউডের বিখ্যাত পরিচালন অনুরাগ ক্যাশপ। তার সাড়া জাগানো ছবি ‘গ্যাংস অব ওয়াসিপুর’-এ গেয়েছিলেন সদ্য প্রয়াত সারদা সিনহা। এছাড়া শোক প্রকাশ করেছেন এই ছবির অভিনেতা মনোজ বাজপায়ী ও অভিনেত্রী হুমা কুরেশি।
জনপ্রিয় সঙ্গীতশিল্পী কবিতা শেঠ সারদার সঙ্গে সুন্দর একটি ছবি শেয়ার করে লিখেছেন, ‘বিশ্বাসই হচ্ছে না যে সারদাি জি চলে গেছেন। ইশ যদি খবরটা মিথ্যা হতো! আমাকে এতো স্নেহ দিয়েছেন তিনি যে তাকে হারানোর এই বেদনা কোনদিন ভুলতে পারবো না। তার মতো বিদগ্ধ শিল্পীর চলে যাওয়া সঙ্গীতাঙ্গনের জন্য অপূরনীয় ক্ষতি।’
১৯৫২ সালের ১ অক্টোবর বিহারে জন্মগ্রহণ করেন শারদা সিনহা। আশির দশকের শুরুতে তার সংগীত ক্যারিয়ার শুরু। মৈথিলী, ভোজপুরি, মাগধী ভাষার একাধিক গানও গেয়েছেন তিনি। তার গাওয়া ছট পূজার গান দারুণ জনপ্রিয়।