২১ লাখ টাকায় মোহামেডানে ক্যাসিনো ভাড়া দেন লোকমান
২১ লাখ টাকায় ক্লাবে ক্যাসিনো ভাড়া দেন মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেডের ডিরেক্টর ইনচার্জ ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক মো. লোকমান হোসেন ভূঁইয়া।
বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) র্যাব-২ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আশিক বিল্লাহ বিফ্রিং করে সাংবাদিকদের এ কথা জানান।
আশিক বিল্লাহ বলেন, লোকমান ঢাকা মহানগর যুবলীগের যুগ্ম-সম্পাদক ডিএনসিসির ৯ নং ওয়ার্ডের কাউন্সিলর এ কে এম মহিদুল হক ওরফে সাঈদের কাছে মোহামেডান ক্লাবটি ক্যাসিনোর জন্য ভাড়া দেন। সাঈদ প্রতিদিন লোকমানকে ৭০ হাজার করে টাকা দেন। যা মাস প্রতি ২১ লাখ টাকা।
র্যাবের এই কর্মকর্তা বলেন, ক্লাবের ক্যাসিনো ব্যবসা থেকেই লোকমান প্রচুর অর্থ উপার্জন করেন। ক্যাসিনোকে ভাড়া দেওয়ার বিষয়টি ঐতিহ্যবাহী এ ক্লাবের গভর্নিং বডির সদস্যরাও জানেন। তবে তারা কতটুকু জড়িত বা টাকার ভাগ পান কিনা সে বিষয়ে খোঁজ-খবর নেওয়া হচ্ছে।
আশিক বিল্লাহ বলেন, আমরা প্রথম থেকেই লোকমানকে গ্রেফতারের চেষ্টা করছিলাম। তিনি গ্রেফতার এড়াতে নারায়ণগঞ্জসহ ঢাকার পার্শ্ববর্তী জেলায় অবস্থান করছিলেন। গতকাল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি তিনি তার বাসায় এসেছেন। তখন আমরা বাসাটা ঘেরাও করে তাকে ৪ লিটার বিদেশি মদসহ গ্রেফতার করি।
বুধবার (২৫ সেপ্টেম্বর) দিবাগত রাত ৯টার দিকে তেজগাঁওয়ের মনিপুরিপাড়ার বাসা থেকে লোকমান হোসেন ভূঁইয়াকে আটক করে র্যাব।
আরও পড়ুন: মোহামেডান শীর্ষ কর্তা ও বিসিবি পরিচালক লোকমান মদসহ আটক