চট্টগ্রামে ইয়াবাসহ রোহিঙ্গা মা-মেয়ে গ্রেফতার

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, চট্টগ্রাম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: বার্তা ২৪

ছবি: বার্তা ২৪

চট্টগ্রামের সীতাকুণ্ডে ৭৩০০ পিস ইয়াবাসহ রোহিঙ্গা মা-মেয়েকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (২০ জানুয়ারি) রাতে পৌর সদরের বাসস্ট্যান্ড এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন- কক্সবাজারের উখিয়া থানার কুতুপালং শরণার্থী শিবিরের বাসিন্দা বিবিজান (৩৮) ও তার মেয়ে রুমা (১৬)।

বিজ্ঞাপন

পুলিশ জানায়, চট্টগ্রাম থেকে ইয়াবার একটি চালান ঢাকায় যাচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে রিলাক্স পরিবহনের একটি বাস থামিয়ে তল্লাশি চালানো হয়। এ সময় ১৯টি প্যাকেটে থাকা ৭৩০০ পিস ইয়াবাসহ তাদের গ্রেফতার করা হয়।

সীতাকুণ্ড থানার সেকেন্ড অফিসার এসআই মো. জাফর বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৭৩০০ পিস ইয়াবাসহ দুই নারীকে গ্রেফতার করা হয়েছে। নিয়মিত মামলা দায়েরের পর তাদের আদালতে প্রেরণ করা হবে।

বিজ্ঞাপন