শাহ আমানত বিমানবন্দরে সাজানো অগ্নি দুর্ঘটনা প্রতিরোধ মহড়া

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, চট্টগ্রাম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে সাজানো অগ্নি দুর্ঘটনা প্রতিরোধে বিশেষ মহড়া অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২১ জানুয়ারি) বেলা ১২টার দিকে নেপচুন এয়ারলাইন্সের একটি ফ্লাইট অবতরণের সময় এ মহড়ার আয়োজন করা হয়।

বিজ্ঞাপন

মহড়ায় বিমানবন্দরের নিজস্ব ফায়ার ট্রাক ছাড়াও ফায়ার সার্ভিস, বিমান, নৌ ও সেনাবাহিনীর ফায়ার ট্রাক, উদ্ধারকর্মীদের গাড়ি এবং অ্যাম্বুলেন্স অংশ নেয়।

বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ ইব্রাহিম খলিল বলেন, দুর্ঘটনা মোকাবেলায় এ ধরনের প্রশিক্ষণের প্রয়োজন। তাই বছরে একবার এমন মহড়ার আয়োজন করা হয়। এতে সংশ্লিষ্ট সংস্থা ও দায়িত্বপ্রাপ্তদের দক্ষতা এবং সমন্বয় বৃদ্ধি পায়, যা জরুরি পরিস্থিতিতে কার্যকরভাবে কাজ করতে সহায়তা করে।

বিজ্ঞাপন