বিশেষ অভিযান: জেনেভা ক্যাম্প থেকে গ্রেফতার ২৩

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্প এলাকায় বিশেষ সাঁড়াশি অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে জড়িত ২৩ জনকে গ্রেফতার করেছে ডিএমপির মোহাম্মদপুর থানা পুলিশ।

সোমবার (২০ জানুয়ারি) দুপুর ১২টা হতে দুপুর আড়াইটা পর্যন্ত এই বিশেষ অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেফতার করা হয়। 

বিজ্ঞাপন

মঙ্গলবার (২১ জানুয়ারি) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেসন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এসব তথ্য নিশ্চিত করেন।

মোহাম্মদপুর থানা সূত্রের বরাত দিয়ে তালেবুর রহমান জানান, রাজধানীর মোহাম্মদপুর এলাকায় আড়াই ঘণ্টাব্যাপী বিশেষ অভিযান পরিচালনা করে জেনেভা ক্যাম্প এলাকা থেকে ২৩ জনকে গ্রেফতার করা হয়। এ সময় গ্রেফতারকৃতদের হেফাজত থেকে অবৈধ মাদকদ্রব্য ও বিভিন্ন দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।

বিজ্ঞাপন

তিনি বলেন, গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছে মাদক কারবারি, পেশাদার সক্রিয় ছিনতাইকারী ও সন্ত্রাসী, ওয়ারেন্টভুক্ত আসামি ও বিভিন্ন অপরাধে জড়িত অপরাধী।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন বলেও জানান তিনি।