অবসর ভেঙে কোর্টে ফিরছেন কিম ক্লাইস্টার্স

  • স্পোর্টস ডেস্ক, বার্তাটোয়েন্টিফোর.কম
  • |
  • Font increase
  • Font Decrease

র‌্যাকেট হাতে ফের টেনিস কোর্টে ফিরছেন কিম ক্লাইস্টার্স, ছবি: সংগৃহীত

র‌্যাকেট হাতে ফের টেনিস কোর্টে ফিরছেন কিম ক্লাইস্টার্স, ছবি: সংগৃহীত

৩৬ বছর বয়সে অবসর ভেঙে দ্বিতীয়বারের মতো টেনিসে ফিরতে যাচ্ছেন সাবেক নাম্বার ওয়ান তারকা কিম ক্লাইস্টার্স। ২০২০ সালের ডব্লিউটিএ ট্যুরে খেলবেন চার গ্র্যান্ড স্ল্যাম জয়ী এ মেগাস্টার। 

বেলজিয়ান এ টেনিস তারকা ২০০৭ সালে প্রথমবার অবসরে চলে যান। ইউএস ওপেনে ক্যারিয়ারের প্রথম গ্র্যান্ড স্ল্যাম জয়ের দুই বছর পর টেনিস ছেড়ে সংসার নিয়ে ব্যস্ত হয়ে পড়েন। ২০০৮ সালে হন কন্যা সন্তানের (জাডা) মা। ২০১৩ (জ্যাক) ও ২০১৬ (ব্লেক) সালে তার সংসারে আসে দুটি পুত্র সন্তান।

বিজ্ঞাপন

পরে ২০০৯ সালে ফেরেন প্রতিযোগিতামূলক টেনিসে। ২০১২ সালে দ্বিতীয়বার অবসরে যাওয়ার আগে জেতেন আরো দুটি ইউএস ওপেন ও অস্ট্রেলিয়ান ওপেন ট্রফি।

জানুয়ারিতে ফেরার লক্ষ্য ক্লাইস্টার্সের। তবে মাঝে মাঝে বিরতি দিয়ে খেলতে চান তিনি।

বিজ্ঞাপন

ওয়াইল্ডকার্ড নিয়ে খেলতে হবে এখন ক্লাইস্টার্সকে। তবে ২০ সপ্তাহের সাবেক নাম্বার ওয়ান হিসেবে তার ওয়াইল্ডকার্ডের অভাব হবে না।

র‌্যাঙ্কিংয়ে জায়গা করে নিতে হলে তিনটি টুর্নামেন্টে খেলতে হবে ৪১ ডব্লিউটিএ ট্রফি জয়ী ক্লাইস্টার্সকে। অথবা ১০ র‌্যাঙ্কিং পয়েন্ট সংগ্রহ করতে হবে তাকে।