অঘটনে ফেদেরারের পতন
দাপুটে পারফরম্যান্স দিয়ে ইউএস ওপেনে এগিয়ে যাচ্ছিলেন রজার ফেদেরার। কিন্তু হঠাৎই ছন্দপতন। শিরোপার স্বপ্ন নিয়ে সুইস মহাতারকা পারলেন না সেমি-ফাইনালে উঠতে।
শেষ আটেই থেমে যেতে হলো ফেদেরারকে। অঘটনের শিকার হয়ে বিদায় নিলেন বছরের শেষ গ্র্যান্ড স্ল্যাম আসর থেকে।
অবাছাই গ্রিগর দিমিত্রোভের বিপক্ষে প্রথম সেট ৬-৩ গেমে জিতে এগিয়ে ছিলেন ২০ মেজর ট্রফির মালিক ফেদেরার। কিন্তু দ্বিতীয় সেটে ৬-৪ গেমে সমতায় ফেরেন বুলগেরিয়ান প্রতিপক্ষ।
তৃতীয় সেট ৬-৩ গেমে জিতে ফের লিড নেন আসরের তৃতীয় বাছাই ফেদেরার। কিন্তু পরের দুই সেট ৬-৪ ও ৬-২ গেমে জিতে শেষ চারের টিকিট নিশ্চিত করেন বিশ্বের ৭৮তম দিমিত্রোভ।
সেমিফাইনালে দিমিত্রোভের প্রতিপক্ষ রাশিয়ার দানিল মেদভেদেভ।
তবে আগুনে পারফরম্যান্স দিয়ে ঠিকই সেমিফাইনালে পৌঁছে গেছেন সেরেনা উইলিয়ামস। মার্কিন সুপারস্টার মাত্র ৪৪ মিনিটে উড়িয়ে দিয়েছেন প্রতিপক্ষ চীনের ওয়াং কিয়াংকে। ২৩ গ্র্যান্ড স্ল্যাম জয়ী ৩৭ বছরের সেরেনা অনায়াসে জেতেন ৬-১ ও ৬-০ গেমে। আসরে এটি তার শততম জয়।
ফাইনালে উঠার লড়াইয়ে সেরেনা খেলবেন পঞ্চম বাছাই ইউক্রেনের এলিনা সোভিতলিনার বিপক্ষে।