কলম্বোতে দক্ষিণ এশিয়ার সবচেয়ে উঁচু টাওয়ারের উদ্বোধন

  • আন্তর্জাতিক ডেস্ক
  • |
  • Font increase
  • Font Decrease

কলম্বোর লোটাস টাওয়ার

কলম্বোর লোটাস টাওয়ার

শ্রীলঙ্কার রাজধানী কলম্বোতে দক্ষিণ এশিয়ার সবচেয়ে উঁচু স্থাপনা লোটাস টাওয়ারের উদ্বোধন হয়েছে। চীনের অর্থায়নে নির্মিত ভবনটি নির্মাণে ব্যয় হয়েছে ১০০ মিলিয়ন মার্কিন ডলারের বেশি।

সোমবার (১৬ সেপ্টেম্বর) রাজধানী কলম্বোতে টাওয়ারটির উদ্বোধন করেন শ্রীলঙ্কার রাষ্ট্রপতি মৈত্রীপাল সিরিসেনা।

পদ্ম ফুলের আকৃতিতে তৈরি ১৭-তলা টাওয়ারটির উচ্চতা ৩৫০ মিটার। সুউচ্চ এই টাওয়ারে একটি হোটেল, একটি টেলিভিশন টাওয়ার, একটি টেলিযোগাযোগ জাদুঘর, কয়েকটি রেস্টুরেন্ট, অডিটোরিয়াম ও একটি শপিং মল রয়েছে।

বিজ্ঞাপন