রাশিয়ার ক্ষেপণাস্ত্র তুরস্কে!

  • আন্তর্জাতিক ডেস্ক, বার্তাটোয়েন্টিফোর.কম
  • |
  • Font increase
  • Font Decrease

রাশিয়ার তৈরি ক্ষেপণাস্ত্র এস-৪০০, ছবি: সংগৃহীত

রাশিয়ার তৈরি ক্ষেপণাস্ত্র এস-৪০০, ছবি: সংগৃহীত

বৈরী সম্পর্কের অবসান ঘটিয়ে রাশিয়ার কাছ থেকে ক্ষেপণাস্ত্র (এস-৪০০) কিনেছে তুরস্ক। আকাশ পথের নিরাপত্তার জন্য দেশটি এই মিসাইল ক্রয় করেছে।

শুক্রবার (১২ জুলাই) রাশিয়া থেকে তুরস্কের আঙ্কারা গিয়ে পৌঁছেছে মিসাইলটি। দেশটির প্রতিরক্ষামন্ত্রী বিষয়টি নিশ্চিত করেছে বলে মার্কিন গণমাধ্যম সিএনএনের এক প্রতিবেদনে বিষয়টি উল্লেখ করা হয়েছে।

বিজ্ঞাপন

তবে রাশিয়া থেকে মিসাইল কেনায় মার্কিন যুক্তরাষ্ট্র কর্তৃক নিষেধাজ্ঞায় পড়তে পারে তুরস্ক। রাশিয়া থেকে ক্ষেপণাস্ত্র কেনার মধ্যে দিয়ে দেশ দুটির মধ্যে সম্পর্কের উন্নয়ন সাধন হবে বলছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা।

যদিও এর আগে সিরিয়া ইস্যুতে তুরস্ক এবং রাশিয়ার মধ্যে সম্পর্কের কিছুটা টানাপোড়েন ছিল।