হংকংয়ে পার্লামেন্ট ভবন ভাঙচুর

  • আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

বিক্ষভকারীরা মধ্যরাতে পার্লামেন্টে ভাঙচুর করে,  ছবি: সংগৃহীত

বিক্ষভকারীরা মধ্যরাতে পার্লামেন্টে ভাঙচুর করে, ছবি: সংগৃহীত

হংকংয়ে চীনা শাসনের ২২তম বর্ষপূর্তিতে বিক্ষোভকারীদের একটা দল হংকংয়ের পার্লামেন্ট ভবনে ভাঙচুর ও হামলা চালায়।

মঙ্গলবার (২ জুলাই) আন্তর্জাতিক সংবাদমাধ্যম জানায়, সোমবার (১ জুলাই) দিবাগত রাতে ১২টার পর এই ঘটনা ঘটে। বিক্ষোভকারীদের প্রতিহত করতে পুলিশ টিয়ার গ্যাস ছুঁড়েন।

বিজ্ঞাপন
 হংকং বিক্ষোভ
বিক্ষোভকারীরা পার্লামেন্টের দেয়ালে স্প্রে দিয়ে লিখে,  ছবি: সংগৃহীত

 

হংকংয়ের পুলিশ কমিশনার লো ওয়াই-চুং বলেন, সহিংসতার ঘটনায় ১৩ পুলিশ অফিসার আহত হয়েছে। তাদেরকে হাসপাতালে নেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, হংকং একটি নিরাপদ শহর। এখানে এই ধরণের সহিংসতা গ্রহণযোগ্য নয়।

এদিকে, হংকংয়ের প্রধান নির্বাহী ক্যারি ল্যাম মঙ্গলবার (২ জুলাই) সকালে এক সংবাদ সম্মেলনে সহিংসতার তীব্র নিন্দা জানান। সহিংসতায় জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়ার অঙ্গীকার করেন তিনি।

 হংকং বিক্ষোভ
 সহিংসতার সময় পুলিশের অনস্থান,  ছবি: সংগৃহীত

 

তিনি আরও বলেন, আমরা দুটি সম্পূর্ণ ভিন্ন দৃশ্য দেখেছি, একটি শান্তিপূর্ণ ও যুক্তিসঙ্গত এবং অন্যটি হতাশা জনক ও হুমকি স্বরূপ।

‘হংকংয়ে আইনের শাসন ছাড়া কোন কিছুই গুরুত্বপূর্ণ নয়’ বলে তিনি উল্লেখ করে।

আরও পড়ুন,

হংকংয়ে বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ

গণবিক্ষোভের মুখে হংকংয়ে সরকারি দফতর বন্ধ ঘোষণা

চীনের প্রত্যর্পণ বিলের প্রতিবাদে নতুন ‘আমব্রেলা মুভমেন্ট’