ডেনমার্কের কনিষ্ঠতম প্রধানমন্ত্রী হলেন ফেডেরিক্সেন

  • আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ডেনমার্কের ইতিহাসে সবচেয়ে কনিষ্ঠতম নারী প্রধানমন্ত্রী, ছবি: সংগৃহীত

ডেনমার্কের ইতিহাসে সবচেয়ে কনিষ্ঠতম নারী প্রধানমন্ত্রী, ছবি: সংগৃহীত

ডেনমার্কের ইতিহাসে সবচেয়ে কনিষ্ঠতম নারী প্রধানমন্ত্রী হলেন মেট ফেডেরিক্সেন। ড্যানিস আইনজীবী মেট ফেডেরিক্সেন ডেনমার্কের অন্যান্য প্রধান চারটি দল নিয়ে জোট সরকার গঠনের ঘোষণা দেন।

বুধবার (২৬ জুন) আন্তর্জাতিক সংবাদমাধ্যম জানায়, সোশ্যাল ডেমোক্রেটিক দলের প্রধান মেট ফেডেরিক্সেন বামপন্থী দলের হয়ে ডেনমার্কের নেতৃত্ব দিবেন।

বিজ্ঞাপন

৪১ বছর বয়সী ফেডেরিক্সেন বলেন, এটা খুবই আনন্দের বিষয় যে তিন সপ্তাহ আলোচনার পর, আমরা একটা নতুন সরকার গঠন করতে যাচ্ছি।

এই সরকার সোশ্যালিস্ট পিপুল পার্টি ও সোশ্যাল লিবারেল পার্টিসহ বাকি চারটি কেন্দ্রীয় বামদলকেও সমর্থন করবে। 

 ডেনমার্ক প্রধানমন্ত্রী
সোশ্যাল ডেমোক্রেটিক দলের হয়ে নেতৃত্ব দিবেন মেট ফেডেরিক্সেন, ছবি: সংগৃহীত 

 

সরকারের দলীয় চুক্তির বিষয়ে ইঙ্গিত দিয়ে তিনি বলেন, আগামী শতাব্দীর মধ্যে ডেনমার্কের কার্বন নির্গমন ৭০ শতাংশে নামিয়ে আনা হবে। এই ৪ জোট দলকে নিয়ে আমরা আমাদের লক্ষ্য পৌঁছে যাব।

এদিকে, ৫ জুন অনুষ্ঠিত নির্বাচনে এককভাবে সরকার গঠনের মতো সংখ্যাগরিষ্ঠতা কোনও দলেরই ছিল না। পরবর্তীতে জোটবদ্ধভাবে সরকার গঠনের জন্য আলোচনা চলছিল। আলোচনা শেষে ডেনমার্কের পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবে ফেডেরিক্সেনের দলকে নির্বাচিত করা হয়।