নারী কর্মীকে লাঞ্ছিত করায় মার্ক ফিল্ড বরখাস্ত

  • আন্তজার্তিক ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

কনজারভেটিভ দলের এমপি মার্ক ফিল্ড  ছবি: সংগৃহীত

কনজারভেটিভ দলের এমপি মার্ক ফিল্ড ছবি: সংগৃহীত

গ্রীনপিসের নারী কর্মীকে লাঞ্ছিত করায় কনজারভেটিভ দলের এমপি মার্ক ফিল্ডকে পররাষ্ট্র দফতরের মন্ত্রিত্ব থেকে বরখাস্ত করেছেন যুক্তরাষ্ট্রের প্রধানমন্ত্রী থেরেসা মে। 

শুক্রবার (২১ জুন) প্রধানমন্ত্রীর মুখপাত্র আন্তিজার্তিক সংবাদমাধ্যমে বলেন, 'প্রধানমন্ত্রী থেরেসা মে এই ভিডিও ফুটেজটি দেখেছেন। ভিডিও ফুটেজটি নিয়ে তিনি যাবতীয় তথ্য সংগ্রহ করেছেন।'

বিজ্ঞাপন

তিনি আরও জানান, পুলিশ বিষয়টি খতিয়ে দেখছেন। একই সঙ্গে কনজারভেটিভ দল ও মন্ত্রীপরিষদকে অবহিত করা হয়েছে।

মার্ক ফিল্ডের হাতে গ্রীন পিসের নারী কর্মী লাঞ্ছিত
মার্ক ফিল্ডের হাতে গ্রীন পিসের নারী কর্মী লাঞ্ছিত ছবি:সংগৃহীত 

 

গত বৃহস্পতিবার (২০ জুন) রাতে যুক্তরাজ্যের অর্থনীতি বিষয়ক এক রাষ্ট্রীয় অনুষ্ঠানে চ্যান্সেলর ফিলিপ হ্যামন্ডের বক্তৃতার শুরুতে ঐ নারী কর্মী তাকে বাধা দেওয়ার চেষ্টা করেন।

পরবর্তীতে মার্ক ফিল্ড নারী কর্মীকে বাধা দেন এবং ঘাড় ধরে বের করে দেন। অনুষ্ঠানে উপস্থিত টিভি সাংবাদিকদের ক্যামেরার উঠে আসে ঘটনার ভিডিও ফুটেজ।

মার্ক ফিল্ডের এমন আচরণে সমালোচনার ঝড় উঠে। প্রধানমন্ত্রী ঘটনার সত্যতা পেলে তা কে বরখাস্ত করেন। 

আরও পড়ুন,

মার্ক ফিল্ডের হাতে গ্রীনপিসের নারী কর্মী লাঞ্ছিত