‘নিয়ম মেনেই ঢাকা গিয়েছেন সাকিব, আমাদের উচিত তার প্রশংসা করা’

ক্রিকেট, খেলা

স্পোর্টস ডেস্ক বার্তা২৪.কম | 2023-10-27 15:44:48

বিশ্বকাপে ব্যাট হাতে সময়টা ভালো কাটছিল না সাকিব আল হাসানের। তাই দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচ শেষ করে দলের সঙ্গে ম্যাচ ভেন্যু কলকাতায় না গিয়ে ঢাকায় আসেন বাংলাদেশ অধিনায়ক। ব্যাটিংয়ে করা ভুল শুধরে পুনরায় কলকাতা ফিরে যান তিনি। যা নিয়ে গত দু’দিন ধরেই হচ্ছে সমালোচনা।

উঠেছে প্রশ্ন; সাকিব কি এটা করতে পারেন। তিনি কি যথাযথ নিয়ম মেনে বিশ্বকাপের মাঝপথে দেশে ফিরে অনুশীলন করেছেন। নেদারল্যান্ডস ম্যাচের আগে এসব প্রশ্নের জবাবই আজ দিতে হয়েছে তারকা পেসার তাসকিন আহমেদকে। তাসকিন অবশ্য নিয়মের কোনো ব্যত্যয় দেখেননি সাকিবের দেশে ফিরে অনুশীলন করায়।

তাসকিন বলেন, ‘সাকিব ভাই নিজের কিছু উন্নতির জন্য গিয়েছিল। ব্যাটিং প্রত্যাশা অনুযায়ী ভালো করছিল না। এজন্য নির্দিষ্ট কিছু অনুশীলনের জন্য গিয়েছিল যেন আমাদের দলের জন্য ভালো কিছু করতে পারেন। আমি মনে করি, আমাদের উচিত এটার প্রশংসা করা।’

তিনি আরও বলেন, ‘তিনি আমাদের ম্যানেজমেন্ট বিসিবির সঙ্গে কথা বলেছে এবং তারপর গিয়েছে। সেদিন আমাদের রেস্ট ডেও ছিল। অফিসিয়াল অনুশীলনে সে কিন্তু দলের সঙ্গেই আছেন। আমি মনে করি আমাদের এটাকে আরো প্রশংসা করা উচিত। আমাদের কোনো সমস্যা নেই। এটা আমাদের দলের ওপর কোনো প্রভাব ফেলেনি।’

এ সম্পর্কিত আরও খবর