বিশ্ব চ্যাম্পিয়নদের অল্পেই বেঁধে ফেলল লঙ্কানরা

ক্রিকেট, খেলা

স্পোর্টস ডেস্ক বার্তা২৪.কম | 2023-10-26 17:44:52

বিশ্বকাপে নিজেদের চার ম্যাচের কেবল একটিতে জিতেছে ইংল্যান্ড। সেমির রাস্তা ইতিমধ্যেই হয়ে পড়েছে দুরূহ। টুর্নামেন্টে নিজেদের শক্তভাবে মেলে ধরতেই এদিন মাঠে নামে বাটলারের দল। ম্যাচের আগে ইংলিশ তাবু এমনিতেই ছিল নড়বড়ে, লঙ্কান পেসে যেন তা পুরোই ভেঙে গেল। আরও একবার দলীয় ব্যাটিং ব্যর্থতায় স্রেফ ১৫৬ রানেই গুটিয়ে গেল বাটলার-রুটরা।

টসে জিতে ব্যাট করতে নেমে শুরু থেকেই ঝোড়ো গতিতে রান তুলতে থাকেন দুই ওপেনার ডেভিড মালান ও জনি বেয়ারস্টো। সেখানে শুরুর বাধা দেন অ্যাঞ্জেলো ম্যাথিউস। দলীয় ৪৫ রানের মাথায় ফেরান মালানকে (২৮)। বিশ্বকাপের মাঝপথেই লঙ্কান স্কোয়াডে যোগ দেন অভিজ্ঞ অলরাউন্ডার অ্যাঞ্জেলো ম্যাথিউস। সর্বশেষ জুনে আফগানিস্তানের বিপক্ষে মাঠে নেমেছিলেন তিনি। বল হাতে নিলেন প্রায় ৪৪ মাস পর। তাতেই দেখালেন বাজিমাত। এর কিছুক্ষণ পরেই ইংলিশ তারকা ব্যাটারকে জো রুটকে (৩) রান আউট করেন ম্যাথিউস।

প্রথম পাওয়ারপ্লেতেই দুই উইকেট হারিয়ে চাপে পড়ে যায় ইংলিশরা। সেই চাপ আরও বাড়ান দুই পেসার কাসুন রাজিতা ও লাহিরু কুমারা। দলীয় ৬৮ রানের মাথায় বেয়ারস্টোকে (৩০) ফেরান রাজিতা। এরপর নিজের পরপর দুই ওভারে অধিনায়ক জস বাটলার (৮) ও লিয়াম লিভিংস্টোনকে (১) ফেরান কুমারা। স্কোরবোর্ডে তখন ৫ উইকেট হারিয়ে ৮৫ রান।

মঈন আলীকে নিয়ে সেই চাপ কিছুটা নির্ভার হওয়ার আশা দেখান বেন স্টোকস। তবে তাও হলো না দীর্ঘায়িত। দলীয় ১২২ রানের মাথায় ইংলিশ শিবিরে আবারও আঘাত হানেন ম্যাথিউস। ১৫ রানেই ফেরেন মঈন। ৭৩ বলে স্টোকসের ৪৩ রান বাদ বাকি ব্যাটাররা ছিলেন যাওয়া-আসার মধ্যেই। শেষ পর্যন্ত ৩৩ ওভার ২ বলে ১৫৬ রানেই থামে ইংল্যান্ড।

লাহিরু কুমারা নেন তিনটি উইকেট, ম্যাথিউস ও রাজিতা নেন দুটি করে।

এ সম্পর্কিত আরও খবর