ওপেনারদের উচিত ছিল ইনিংস লম্বা করা

ক্রিকেট, খেলা

স্পোর্টস ডেস্ক বার্তা২৪.কম | 2023-10-20 08:27:47

বিশ্বকাপের চতুর্থ ম্যাচে এসে ওপেনিং জুটি থেকে সর্বোচ্চ ৯৩ রান পেয়েছে বাংলাদেশ। সাফ সেঞ্চুরি পেয়েছেন তানজিদ তামিম ও লিটন দাস। এরপরও পুনের ব্যাটিং স্বর্গে মিডল অর্ডারের ব্যর্থতায় বাংলাদেশের স্কোর হয়নি বড়। জবাব দিতে নেমে সহজেই বাংলাদেশের দেওয়া ২৫৭ রানের লক্ষ্য ৭ উইকেট হাতে রেখে টপকে গেছে ভারত।

ম্যাচ শেষে তাই এ ম্যাচের অধিনায়ক নাজমুল শান্তর কাছে প্রশ্ন ছিল; কোথায় হেরে গেল বাংলাদেশ। তিনি অবশ্য ব্যাটারদের ওপরই দায়টা দিয়েছেন। সঙ্গে মনে করিয়ে দিয়েছেন ওপেনাররা আরেকটু ভালো করলে হয়তো ম্যাচটা ভিন্ন রকম হতে পারত।

ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে তানজিদ ও লিটনের ব্যাটিং নিয়ে শান্ত বলেন, ‘আমরা যে জায়গায় খুব ভুগছিলাম, সেই টপ অর্ডারে ভালো হয়েছে। ওপেনাররা ভালো করেছে। আমি ব্যক্তিগতভাবে মনে করি যে দুজন ব্যাটসম্যান থিতু ছিল, তাদের ইনিংস আরও লম্বা করা উচিত ছিল। উইকেট এমন ছিল, এক-দুইজন ব্যাটসম্যান যদি ১২০-১৩০ রানের ইনিংস খেলত, তাহলে শেষের দিকের ব্যাটসম্যানের জন্য কাজটা আরও সহজ হতো।’

আড়াই’শ পেরনো টার্গেট ছুড়েও ভীতি ছাড়ানো বোলিং করতে পারেনি বাংলাদেশ। চেপে ধরতে পারেনি ভারতকে। এই হারে বোলারদেরও দায় দেখেন কি-না এমন প্রশ্নে শান্ত বলেন, ‘বোলারদের খুব একটা দোষ দেখি না। আমি মনে করি বোলাররা যথেষ্ট ভালো বোলিং করছে। আমরা ব্যাটসম্যানরা যদি আরেকটু রান বোর্ডে দিতে পারতাম, তাহলে আরেকটু সহজ হতো।’

এ সম্পর্কিত আরও খবর