টস হেরে বোলিংয়ে টাইগাররা

ক্রিকেট, খেলা

স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম | 2023-08-20 20:51:58

সিডনিতে টি-টোয়েন্টি বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টস হেরে শুরুতে বল হাতে মাঠে নামছে বাংলাদেশ। টস জিতেই ব্যাটিং বেছে নিয়েছেন প্রোটিয়া ক্যাপ্টেন টেম্বা বাভুমা।

বাংলাদেশের একাদশে একটি পরিবর্তন এসেছে। ইয়াসির আলীর বদলে দলে জায়গা করে নিয়েছেন মেহেদী হাসান।

দক্ষিণ আফ্রিকার একাদশেও একটি বদল এসেছে। এনগিডির বদলে ঢুকে গেছেন শামসি। 

নেদারল্যান্ডসকে হারিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপে শুভ সূচনা করেছে বাংলাদেশ। তবে বৃষ্টির কারণে জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম ম্যাচে পয়েন্ট ভাগাভাগি করেছে প্রোটিয়ারা। 

বাংলাদেশ একাদশ : সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত, লিটন দাস, সাকিব আল হাসান (অধিনায়ক), আফিফ হোসেন, নুরুল হাসান (উইকেটরক্ষক), মোসাদ্দেক হোসেন, মেহেদী হাসান, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ ও মুস্তাফিজুর রহমান।

দক্ষিণ আফ্রিকা একাদশ : টেম্বা বাভুমা (অধিনায়ক), কুইন্টন ডি কক (উইকেটরক্ষক), রিলি রোসো, এইডেন মার্করাম, ডেভিড মিলার, ট্রিস্টান স্টাবস, ওয়েন পার্নেল, কেশব মহারাজ, ক্যাগিসো রাবাদা, অ্যানরিচ নর্টজে ও তাবরাইজ শামসি

 

এ সম্পর্কিত আরও খবর