জয়ে রঙিন শ্রীলঙ্কার মূল পর্বের শুরু

ক্রিকেট, খেলা

স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম | 2023-08-28 11:55:01

হোবার্টে আয়ারল্যান্ডকে রীতিমতো উড়িয়ে দিয়েছে শ্রীলঙ্কা। আইরিশদের ৯ উইকেটে গুঁড়িয়ে দিয়ে সুপার টুয়েলভ পর্বে নিজেদের শুরুটা জয় দিয়ে রাঙিয়েছে সাবেক চ্যাম্পিয়নরা। অথচ প্রথম রাউন্ড শুরু করেছিল বর্তমান এশিয়ান চ্যাম্পিয়নরা নামিবিয়ার কাছে অঘটনের শিকার হয়ে। 

বেলেরিভ ওভালে টস জিতে আগে ব্যাটিংয়ে নামা আয়ারল্যান্ড ৮ উইকেট হারিয়ে থামে ১২৮ রানে। পল স্টার্লিং চারটি চার ও এক ছক্কায় ২৫ বলে করেন ৩৪ রান। হ্যারি টেক্টর চার নেমে ১ ছক্কা ও ২ চারে ৪২ বলে খেলেন ৪৫ রানের দারুণ এক ইনিংস।

কুশল মেন্ডিসের অপরাজিত ৬৮* রানের চমৎকার ইনিংসের সুবাদে ৩০ বল বাকি থাকতে জয়ের বন্দরে পৌঁছে যায় লঙ্কানরা (১৫ ওভারে ১৩৩/১)।

ব্যাট হাতে ৪৩ বলে ৩ ছক্কা ও ৫ চারে এ ইনিংসটি গড়ে ম্যাচসেরা বনে যান ওপেনার মেন্ডিস। সমান ৩১ রান করে এনে দেন ধনাঞ্জয়া ডি সিলভা ও চারিথ আসালানকা।

এ সম্পর্কিত আরও খবর