বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে বাংলাদেশের সামনে ১৬১ রানের লক্ষ্য ছুঁড়ে দিয়েছে আফগানিস্তান।
ইব্রাহিম জাদরান ও মোহাম্মদ নবীর ব্যাটিং ঝলকে নির্ধারিত ২০ ওভার শেষে ৭ উইকেট হারিয়ে ১৬০ রানের লড়াকু পুঁজি গড়েছে আফগানরা। ইব্রাহিম ৪৬ ও নবী ৪১ রান করেন। রহমানুল্লাহ গুরবাজের ব্যাট থেকে আসে ২৭ রান।
বাংলাদেশের হয়ে তিনটি উইকেট শিকার করেছেন তাসকিন আহমেদ। দুটি করে উইকেট নেন হাসান মাহমুদ ও সাকিব আল হাসান।
নিজেদের প্রথম আনুষ্ঠানিক প্রস্তুতি ম্যাচে টস হেরে বল হাতে মাঠে নামে বাংলাদেশ। ব্রিসবেনে অ্যালান বোর্ডার ফিল্ডে টস জিতে ব্যাটিং বেছে নেন আফগানরা।