জোটের নেতাদের মধ্যে বিদ্যমান ক্ষোভ নিরসন ও ভবিষ্যৎ করনীয় ঠিক করতে জরুরি বৈঠকে বসেছে জাতীয় ঐক্যফ্রন্টের স্টিয়ারিং কমিটি নেতারা। প্রায় শরিক সব দলের নেতাই বৈঠকে যোগ দিলেও আসেননি নাগরিক ঐক্যের আহবায়ক মাহমুদুর রহমান মান্না।
তবে তার দলের প্রেসিডিয়াম সদস্য মমিনুল ইসলাম ও যুগ্ম আহবায়ক ডা. জাহিদুর রহমান উপস্থিত হয়েছেন।
সোমবার (১০ জুন) বিকাল সাড়ে ৪টায় ঐক্যফ্রন্টের অন্যতম শরিক দল জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) সভাপতি আ স ম আবদুর রবের উত্তরার বাসায় এই বৈঠক শুরু হয়।
দলীয় সূত্রে জানা গেছে, এই বৈঠকে জোটের বড় শরিক বিএনপির কাছে অনেক বিষয় জানতে চাওয়া হবে। তাদের জোট নিয়ে কী ভাবনা এবং দলের সংসদ সদস্যের শপথের বিষয়ে আনুষ্ঠানিক বক্তব্য চাওয়া হবে। এছাড়া কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী জোট ছাড়ার জন্য যেসব আল্টিমেটাম দিয়েছেন, সেসব বিষয় নিয়ে আলোচনা করা হবে।
বৈঠকে উপস্থিত রয়েছেন- বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, দলটির স্থায়ী কমিটির সদস্য ড. মঈন খান, জেএসডি সভাপতি আ স ম আবদুর রব, দলটির সাধারণ সম্পাদক আবদুল মালেক রতন, কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি আব্দুল কাদের সিদ্দিকী, সাধারণ সম্পাদক বীর হাবিবুর রহমান তালুকদার, যুগ্ম সাধারণ সম্পাদক ইকবাল সিদ্দিকী, গণফোরামের নির্বাহী সভাপতি অধ্যাপক আবু সাঈদ, অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, সাধারণ সম্পাদক ড. রেজা কিবরিয়া, ঐক্যফ্রন্টের স্টিয়ারিং কমিটির সদস্য ডা. জাফরুল্লাহ চৌধুরী প্রমুখ।