ড. কামাল হোসেনকে সভাপতি ও ড. রেজা কিবরিয়াকে সাধারণ সম্পাদক করে পুনর্গঠিত কমিটি ঘোষণা করেছে গণফোরাম।
রোববার (৫ মে) বিকাল সাড়ে ৪টার দিকে জাতীয় প্রেসক্লাবে গণফোরামের নির্বাহী সভাপতি অ্যাড. সুব্রত চৌধুরী এই পূর্ণাঙ্গ কমিটির নাম ঘোষণা করেন।
সভাপতির বক্তব্যে ডঃ কামাল হোসেন বলেন, ‘এদেশের ক্ষমতার মালিক হবে দেশের নাগরিক। এটার জন্য আমাদের কাজ করতে হবে। জনগণ সঙ্গে থাকলে অধিকার থেকে বঞ্চিত হতে হবে না। আমরা তাদের অধিকার ফিরিয়ে দেব।’
সাধারণ সম্পাদকের বক্তব্য ড. রেজা কিবরিয়া বলেন, ‘৩০ ডিসেম্বরের ভোটে সারা পৃথিবীর সামনে প্রমাণিত হয়েছে প্রকৃত গণতান্ত্রিক ব্যবস্থা আমাদের দেশে নেই। তাই একটা সুষ্ঠু নির্বাচনে গণতন্ত্রকে ফেরত আনতে হলে অনতিবিলম্বে একটা অংশগ্রহণমূলক অবাধ সুষ্ঠু নির্বাচন প্রয়োজন। আর এই ব্যাপারে বলতে চাই যে, পাঁচ জনকে দয়া করে সংসদে ঢুকতে দিলেই সংসদের বৈধতা হবে- সেটা ভুল ধারণা। দেশের মানুষকে এতটা বোকা মনে করা উচিত না।’
নতুন কমিটিতে নির্বাহী সভাপতি হিসেবে অধ্যাপক ড. আবু সাইয়িদ ও অ্যাড. সুব্রত চৌধুরী, যুগ্ম-সাধারণ সম্পাদক হিসেবে মোস্তাক আহমেদ, দফতর সম্পাদক আজাদ চৌধুরী প্রচার ও প্রকাশনা সম্পাদক খান সিদ্দিকুর রহমান সহ পূর্ণাঙ্গ কমিটির নাম ঘোষণা করা হয়।
উল্লেখ্য, ড. রেজা কিবরিয়া আওয়ামী লীগের প্রয়াত নেতা, সাবেক অর্থমন্ত্রী শাহ এ এম এস কিবরিয়ার ছেলে।