ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম বলেছেন, বর্তমানে দেশের আইনশৃঙ্খলা ব্যবস্থা ভেঙ্গে পড়েছে। সন্ত্রাস, দুর্নীতি ও মাদক সমাজের রন্ধ্রে রন্ধ্রে ঢুকে পড়েছে। সামাজিক অবক্ষয় চরম আকার ধারণ করেছে। এ অবস্থায় একটি দেশ চলতে পারে না। দ্রুত এর সমাধান প্রয়োজন।
তিনি বলেন, সরকার জনগণের ভোটাধিকার কেড়ে নিয়ে আজীবন ক্ষমতায় টিকে থাকতে দেশকে পুলিশি রাষ্ট্রে পরিণত করছে। সরকার নির্বাচন ব্যবস্থা ধ্বংস করার চক্রান্ত করছে।
শুক্রবার (৫ এপ্রিল) ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণের দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
দেশ এক অনিশ্চিত গন্তব্যের দিকে অগ্রসর হচ্ছে। মানুষের জানমালের নিরাপত্তা নেই বলেও মন্তব্য করেন তিনি।