গোলাম মোহাম্মদ কাদেরকে (জিএম কাদের) জাতীয় পার্টির (জাপা) কো-চেয়ারম্যান পদে ফিরিয়ে আনার আশ্বাস দিয়েছেন দলটির (পার্টি) চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ। দু'এক দিনের মধ্যেই এ ব্যাপারে সিদ্ধান্ত আসতে পারে।
বুধবার (৩ এপ্রিল) পার্টির চেয়ারম্যানের সঙ্গে একান্ত বৈঠক শেষে বার্তা২৪.কমকে এ কথা জানিয়েছেন রংপুর সিটি করপোরেশনের (রসিক) মেয়র ও জাপার প্রেসিডিয়াম সদস্য মোস্তাফিজার রহমান মোস্তফা। রাজধানীতে এরশাদের বাসভবন প্রেসিডেন্ট পার্কে তাদের বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠক শেষে রসিক মেয়র বলেন, ‘আমার সঙ্গে একান্তে চেয়ারম্যানের সাথে আট মিনিট কথা হয়েছে। স্যার (এরশাদ) আমাকে বলেছেন, তুমি যখন বলছো, করে দেব। আমার ধারণা, দু'এক দিনের মধ্যে কাদের ভাইকে (জিএম কাদের) কো-চেয়ারম্যান পদে বহাল করা হবেন।’
মোস্তাফিজার রহমান মোস্তফা বলেন, ‘কিছু দালাল স্যারকে কাদের ভাই সম্পর্কে বিভ্রান্ত করেছে। ৫ তারিখের মধ্যে ব্যবস্থা না হলে ৬ এপ্রিল গণপদত্যাগ হবে। রংপুরের আট জেলায় কোথাও জাপার কোনো কর্মসূচি পালন করতে দেওয়া হবে না। কিছু নেতা সম্ভবত স্যারকে বলেছে, আমরা পদত্যাগ করলে কোনো সমস্যা হবে না। তাদের উদ্দেশে বলতে চাই, চামড়া থাকবে না।’
এদিকে, অপর একটি সূত্র জানিয়েছে, বুধবারই জিএম কাদেরকে জাপার ভারপ্রাপ্ত চেয়ারম্যান করা হতে পারে।
আরও পড়ুন: জি এম কাদের ‘সম্পূর্ণ ব্যর্থ’, তাই অব্যাহতি
আরও পড়ুন: জিএম কাদের ইস্যুতে জাপায় ভাঙনের সুর!