জাতীয় পার্টির (জাপা) কো-চেয়ারম্যানের পদ থেকে অপসারণের পর এবার জাতীয় সংসদে বিরোধীদলীয় উপনেতার পদ থেকেও সরিয়ে দেওয়া হয়েছে জিএম কাদেররকে।
শনিবার (২৩ মার্চ) গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে নিশ্চিত হওয়া গেছে। এর আগের শুক্রবার মধ্যরাতে পার্টির কো-চেয়ারম্যান ও ভবিষ্যৎ চেয়ারম্যানের পদ থেকে অব্যহতি দেওয়া হয় জিএম কাদেরকে।
ঐ চিঠিতে বলা হয়েছিল তিনি (জিএম কাদের) সংসদীয় দলের উপনেতা থাকবেন কিনা তা নির্ধারণ করবে পার্টির পার্লামেন্টারি বোর্ড।
কিন্তু মাত্র ১৭ ঘণ্টার ব্যবধানে হুসেইন মুহম্মদ এরশাদ তাঁর মত বদলিয়ে নিজেই জিএম কাদেরকে উপনেতার পদ থেকেও সরিয়ে দিলেন। তার জায়গায় বিরোধীদলীয় উপনেতার পদে স্ত্রী রওশন এরশাদকে মনোনয়ন দিয়েছেন এরশাদ। এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য স্পিকারের বরাবর চিঠি প্রেরণের কথা বলা হয়েছে।
এ নিয়ে পার্টির মধ্যে জোর গুঞ্জন শুরু হয়েছে। কেন এমন হচ্ছে। এইতো কয়েক মাস আগের কথা যে ছোট ভাইকে পার্টির ভবিষ্যৎ চেয়ারম্যান ঘোষণা করলেন, তাকেই আচমকা সবকিছু থেকে সরিয়ে দিলেন এরশাদ!