দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বুধবার (২৭ ডিসেম্বর) ইশতেহার ঘোষণা করবে আওয়ামী লীগ।
মঙ্গলবার (২৬ ডিসেম্বর) আওয়ামী লীগের দপ্তর সম্পাদকের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়েছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বুধবার (২৭ ডিসেম্বর) সকাল ১০:৩০ মিনিটে প্যান প্যাসেফিক সোনারগাঁও হোটেলের বলরুমে বাংলাদেশ আওয়ামী লীগ-এর “নির্বাচনী ইশতেহার-২০২৪” ঘোষণা করা হবে।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, ইশতেহার ঘোষণা অনুষ্ঠানে সভাপতিত্ব ও নির্বাচনী ইশতেহার উপস্থাপন করবেন বাংলাদেশ আওয়ামী লীগ-এর মাননীয় সভাপতি বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখবেন- ইশতেহার প্রণয়ন কমিটির আহ্বায়ক ড. মো. আব্দুর রাজ্জাক। সভায় আরও বক্তব্য রাখবেন আওয়ামী লীগ-এর সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।