বরিশাল-২ আসনের ১৪ দলের সমর্থিত নৌকার প্রার্থী রাশেদ খান মেনন বলেন, নৌকা হক-ভাসানীর প্রতীক, বঙ্গবন্ধুর প্রতীক, শেখ হাসিনার প্রতীক। নৌকা বাংলাদেশের উন্নয়ন ও অগ্রগতির প্রতীক।
শুক্রবার (২৩ ডিসেম্বর) বরিশাল-২ (উজিরপুর বানারীপাড়া) নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে বিকেলে চাখার ফজলুল হক ইনস্টিটিউশন মাঠে উঠান বৈঠকে তিনি এ কথা বলেন।
স্মার্ট বাংলাদেশ গড়ে তুলতে শেখ হাসিনাকে আবার ক্ষমতায় আনার আহবান জানিয়ে তিনি বলেন, বিএনপি-জামায়াত যে হত্যা ও জ্বালাও পোড়াও এর রাজনীতি করছে, সেই ষড়যন্ত্রের বিরুদ্ধে জনগণকে রুখে দাঁড়াতে হবে।
এসময় তিনি, আমেরিকা ও পশ্চিমা বিশ্বের কোন অপতৎপরতা সফল হবে না বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।
বানারীপাড়া উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি খিজির সরদারের সভাপতিত্বে, উপজেলা সহসভাপতি সৈয়দ মজিবুর ইসলাম টুকুর সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক মন্টু লাল কুন্ডু, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাওলাদ হোসেন সানা, উপজেলা চেয়ারম্যান গোলাম ফারুক, বানারীপাড়া পৌর চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা এড.শুভাষ চন্দ্র শীল, আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা মুস্তফা আলি প্রমুখ।