বিএনপির আন্দোলন জনগণের বিরুদ্ধে: নাছিম

আওয়ামী লীগ, রাজনীতি

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-12-22 13:30:47

বিএনপির অসহযোগ আন্দোলন জনগণের বিরুদ্ধে। তাদের অপরাজনীতি দেশের মানুষ বিশ্বাস করে না। এটা বারবার প্রমাণ হয়েছে। তাদের আন্দোলনে মানুষ সাড়া দেয়নি, হরতাল হয়নি। তাদের অবরোধ মানুষ প্রত্যাখ্যান করছে। উল্টো তাদের দ্বারা যানজট হয়েছে বলে মন্তব্য করেছেন ঢাকা-৮ আসনের নৌকা প্রতীকের প্রার্থী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম।

শুক্রবার (২২ ডিসেম্বর) সকালে নিজের নির্বাচনী এলাকায় প্রচারণায় অংশ নিয়ে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বচনে যাতে জনগণ ভোট দিতে না আসে, এ জন্য বিএনপি ভীতিকর পরিবেশ সৃষ্টি করেছে। তবে দেশের মানুষ ভোট দিয়ে দেশ শক্তিশালী করতে চায়।

৭ জানুয়ারি কেন্দ্রে গিয়ে ভোট দেয়ার জন্য ভোটাররা উন্মুখ হয়ে আছে উল্লেখ করে নাছিম বলেন, দেশের মানুষ ভোট দেয়ার অধিকার চায়। তাই নির্বাচন ঘিরে উৎসবের আমেজ বয়ে গেছে।

 

এ সম্পর্কিত আরও খবর