বিএনপি আগুন নিয়ে খেললে সেই আগুনে নিজেরাই পুড়ে মরবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
বুধবার (২০ ডিসেম্বর) দুপুরে সিলেটের ঐতিহাসিক আলিয়া মাদরাসা মাঠে নির্বাচনী জনসভায় তিনি এসব কথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, বিএনপি নিষ্ঠুর। এরা নেতানিয়াহুর ইসরায়েলি বাহিনীর চেয়েও নিষ্ঠুর। মা তার বাচ্চাকে বুকে নিয়ে কয়লা হয়ে গেছে। কে করেছে? বিএনপি। বিএনপির সন্ত্রাসীরা করেছে। এরা ট্রেন লাইন কেটে দিয়ে অনেক মানুষকে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছিলো।
তিনি বলেন, বিএনপি এখন কোথায়? কোথায় আছে? পালিয়ে গেছে। ওরা না বলেছিলো ডিসেম্বরে খালেদা জিয়া দেশ চালাবে, শেখ হাসিনা পালাবে। আরও বলেছিল কয়েক ঘণ্টার মধ্যে শেখ হাসিনা তার সঙ্গী-সাথীদের নিয়ে পালিয়ে যাবে। আমির খসরু বলেছে, শেখ হাসিনা পালাবে। পালিয়েছে? আজকে বোনকে নিয়ে চলে এসেছে। ৭৫ এরপর আরেকজন সহযোদ্ধা বঙ্গবন্ধুর কন্যা শেখ রেহানা।
বিএনপি লাল কার্ড পেয়ে গেছে জানিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, বিএনপি ফাইনালে নাই। খেলায় আছে ১৮৯৬ জন। তারা ৭ জানুয়ারি সারাদেশে নির্বাচনী মাঠে খেলবে। খেলা হবে। বিএনপি কই? কোথায় গেছে? পালিয়ে গেছে। ইলেকশনের পরের ৫ দিনে সরকারের পতন হয়ে যাবে। কি সত্যি নাকি মিথ্যা? বিশ্বাস হয়? বিএনপি হইলো ভুয়া, তাদের অবরোধ, হরতাল, অগ্নিসন্ত্রাস, ধর্মঘট, বাংলাদেশ বিরোধী ষড়যন্ত্র রুখতে সিলেটবাসীকে ঐক্যবদ্ধ হতে হবে।