দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে আগামী বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) প্রথম নির্বাচনী প্রচারণা করতে পঞ্চগড়ের সাথে ভার্চুয়ালি যুক্ত হবেন বাংলাদেশ আওয়ামীলীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আর এ খবরে পঞ্চগড়ে আনন্দ মিছিল করেছে পঞ্চগড় জেলা আওয়ামীলীগের নেতাকর্মীরা।
এ উপলক্ষে মঙ্গলবার (১৯ ডিসেম্বর) রাতে জেলা আওয়ামীলীগের দলীয় কার্যালয় থেকে এ উপলক্ষে একটি আনন্দ মিছিল বের হয়। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়। পরে সেখানে এক সংক্ষিপ্ত পথ সভা অনুষ্ঠিত হয়।
সভায় বক্তারা আগামী বৃহস্পতিবার বিকেল ৩টায় পঞ্চগড় চিনিকল মাঠে সকল নেতাকর্মীদের উপস্থিত থেকে প্রধানমন্ত্রীর এই ভার্চুয়ালি জনসভা সফল করতে সকলকে আহব্বান জানান।
এসময় বক্তব্য রাখেন, পঞ্চগড় সদর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক কামরুজ্জামান শেখ মিলন, পৌর আওয়ামীলীগের সভাপতি কাজী আল তারেক, সাধারণ সম্পাদক হুমায়ুন কবির উজ্জল প্রমূখ।