কুয়েতের আমিরের মৃত্যুতে রাষ্ট্রীয় শোক ঘোষণা করার ফলে আওয়ামী লীগের বিজয় শোভাযাত্রা মিছিল একদিন পিছিয়ে মঙ্গলবারে নেওয়া হয়েছে।
রোববার (১৭ ডিসেম্বর) ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের দপ্তর সম্পাদক রিয়াজ উদ্দিন রিয়াজ বার্তা২৪ ডট কমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, আওয়ামী লীগের বিজয় শোভাযাত্রা মিছিল আগামীকাল সোমবারের পরিবর্তে মঙ্গলবার (১৯ ডিসেম্বর) দুপুর ২টা ৩০ মিনিটে অনুষ্ঠিত হবে।
উল্লেখ্য, কুয়েতের আমির শেখ নাওয়াফ আল-আহমাদ আল-জাবের আল-সাবাহ দেশটির একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গতকাল শনিবার মারা যান। তাঁর বয়স হয়েছিল ৮৬ বছর।