দেশে করোনাভাইরাস সংক্রমণে নারী থেকে পুরুষরা বেশি আক্রান্ত হচ্ছেন বলে জানিয়েছে রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) পরিচালক মীরজাদি সেব্রিনা ফ্লোরা।
সোমবার (২৩ মার্চ) বিকেলে ফেসবুক লাইভে করোনা পরিস্থিতি নিয়ে নিয়মিত ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান।
আইইডিসিআর পরিচালক বলেন, ‘এখন পর্যন্ত আমরা ৬২০ জনের নমুনা সংগ্রহ করেছি। এর মধ্যে করোনায় আক্রান্ত হয়েছেন ৩৩ জন। পাঁচ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। তিন জনের মৃত্যু হয়েছে। আক্রান্তদের মধ্যে দুই তৃতীয়াংশ পুরুষ ও এক তৃতীয়াংশ নারী।’
এ সময় তিনি আক্রান্ত ৩৩ জনের বয়সের পরিসংখ্যানও উল্লেখ্য করেন। ১০ বছরের নিচে দু’জন, ১০-২০ বছরের ভেতরে একজন, ২০-৩০ বছরের মধ্যে নয়জন, ৩১-৪০ বছরের মধ্যে নয়জন, ৪১-৫০ বছরের মধ্যে পাঁচজন, ৫১-৬০ বছরের মধ্যে একজন। এছাড়া ৭০ বছরের ছয়জন আক্রান্ত রোগী রয়েছেন।